Advertisement
২৪ এপ্রিল ২০২৪

স্বাস্থ্যে সুস্থতার ডাক

সব রোগীকে প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো নেই। এর মধ্যেও চিকিৎসকের কাছ থেকে সবচেয়ে উন্নত পরিষেবা পেতে হলে স্বাস্থ্য ক্ষেত্রে সুস্থ পরিবেশ থাকা জরুরি। শনিবার চিকিৎসক সুব্রত মৈত্র স্মারক বক্তৃতায় এই মত জানান সাহিত্যিক হর্ষ দত্ত।

ছাত্রী সুস্মিতা পুরকাইতের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন স্বামী সুপর্ণানন্দ। সঙ্গে রয়েছেন চৈতালি মৈত্র। নিজস্ব চিত্র

ছাত্রী সুস্মিতা পুরকাইতের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন স্বামী সুপর্ণানন্দ। সঙ্গে রয়েছেন চৈতালি মৈত্র। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২৩
Share: Save:

সব রোগীকে প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো নেই। এর মধ্যেও চিকিৎসকের কাছ থেকে সবচেয়ে উন্নত পরিষেবা পেতে হলে স্বাস্থ্য ক্ষেত্রে সুস্থ পরিবেশ থাকা জরুরি। শনিবার চিকিৎসক সুব্রত মৈত্র স্মারক বক্তৃতায় এই মত জানান সাহিত্যিক হর্ষ দত্ত। শনিবার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সহযোগিতায় ‘মেডিক্যাল কনসর্টিয়াম অব ডক্টর সুব্রত মৈত্র’ আয়োজন করেছিল দ্বিতীয় বছরের সুব্রত মৈত্র স্মারক বক্তৃতা। সেখানে হর্ষ দত্তের বক্তৃতায় উঠে আসে নিত্যদিন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসক নিগ্রহ, কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাবে চিকিৎসকদের একাংশের রাজ্য ছাড়ার প্রসঙ্গ। তাঁর মতে, রাজনীতির রক্তচক্ষু, ভীতি প্রদর্শন ও কর্মক্ষেত্রে সুস্থ পরিষেবা না থাকার কারণেও নাড়ি দেখে রোগ নির্ণয়ের বদলে প্রযুক্তি নির্ভর হয়ে উঠছেন চিকিৎসকেরা। চিকিৎসা বৃত্তির সঙ্গে সেবার ধারণা যুক্ত। জটিল পরিবেশ সেই সেবায় বাধা হয়ে উঠছে। সুব্রতবাবুর স্ত্রী চৈতালি মৈত্র এ দিন সুব্রত মৈত্র বৃত্তি তুলে দেন স্নাতকের ছাত্রী সুস্মিতা পুরকাইতের হাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE