Advertisement
০৪ মে ২০২৪

মদনের জামিন-মামলার শুনানি এগিয়ে ১১ মে

একাধিক বিচারপতি মামলা থেকে সরে দাঁড়ানোয় কলকাতা হাইকোর্টে মদন মিত্রের জামিনের আবেদনের শুনানিই হয়নি। রাজ্যের ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদনবাবু তাই আবার নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছেন। সেখানে তাঁর জামিনের আবেদনের শুনানির তারিখ কিছুটা এগিয়েও আনা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৫ ০৩:১০
Share: Save:

একাধিক বিচারপতি মামলা থেকে সরে দাঁড়ানোয় কলকাতা হাইকোর্টে মদন মিত্রের জামিনের আবেদনের শুনানিই হয়নি। রাজ্যের ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদনবাবু তাই আবার নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছেন। সেখানে তাঁর জামিনের আবেদনের শুনানির তারিখ কিছুটা এগিয়েও আনা হয়েছে।

হাইকোর্টেও ক্রীড়ামন্ত্রীর আর্জির শুনানি এগিয়ে আনার আবেদন জানানো হয়েছিল। মঞ্জুর হয়নি। বরং কয়েক জন বিচারপতি তাঁর আর্জি শুনতে না-চাওয়ায় সেখানে মামলা বিলম্বিত হতে থাকে। সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারিতে ধৃত মদনবাবুর জামিনের জন্য তাই আলিপুর জেলা ও দায়রা আদালতে আর্জি জানানো হয়েছে। সেখানে শুনানি হওয়ার কথা ছিল ১৩ মে। বুধবার মদনবাবুর আইনজীবী মিলন মুখোপাধ্যায় আদালতে তাঁর মক্কেলের অসুস্থতার কারণ দেখিয়ে শুনানি এগিয়ে আনার আর্জি জানান। বলেন, ৮ মে ওই শুনানি হলে ভাল হয়। তাঁর অসুস্থতা ও চিকিৎসা সংক্রান্ত কিছু নথিপত্রও পেশ করা হয় আদালতে। জেলা ও দায়রা বিচারক সমরেশপ্রসাদ চৌধুরী ১১ মে শুনানির দিন ধার্য করেছেন।

আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) হারাধন মুখোপাধ্যায়ের এজলাসে মদনবাবুর জামিনের আবেদন বারবার খারিজ হয়েছে। তার পরে মন্ত্রীর জামিনের জন্য হাইকোর্টে আর্জি জানানো হয়। কিন্তু নানা কারণে সেখানে ওই মামলার শুনানি হয়নি। অন্তত দু’জন বিচারপতিরা ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রীর মামলা ছেড়ে দেন। তার পরেও কয়েক জন বিচারপতি ওই মামলা নিতে অস্বীকার করেন বলে হাইকোর্ট সূত্রের খবর। মদনবাবু জেল-হাজতে আছেন। তবে অসুস্থতার কারণে এখন তিনি আছেন এসএসকেএম হাসপাতালে।

সারদা কাণ্ডে প্রাক্তন পুলিশকর্তা রজত মজুমদার, ব্যবসায়ী সৃঞ্জয় বসু এবং ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত ওরফে নিতু সরকারের মতো বেশ কয়েক জন অভিযুক্ত ইতিমধ্যে জামিন পেয়েছেন। সৃঞ্জয় ও নিতুর জামিন হয়েছে আলিপুরের জেলা ও দায়রা আদালতে। মদনবাবুও ওই আদালত থেকে জামিন পাবেন বলে বুক বেঁধেছেন তাঁর অনুগামীদের একাংশ।

এ দিনই আলিপুর জেলা ও দায়রা আদালতে নিতুর জামিনের শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। শর্ত ছিল, তিনি এলাকা ছেড়ে বেরোতে পারবেন না। এ দিন তাঁর আইনজীবী আদালতে জানান, ক্লাব ও খেলার কারণে নিতুকে দেশের বিভিন্ন প্রান্তে যেতে হয়। এই বিষয়ে কিছু নথিও জমা দেওয়া হয়েছে। খেলার কারণে নিতুকে দেশের নানা প্রান্তে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। তবে জেলা দায়রা আদালতেই এ দিন সারদা কেলেঙ্কারিতে ধৃত, সারদার আইনজীবী নরেশ বালোড়িয়ার জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে।

অসুস্থতার জন্য রাজ্যের মন্ত্রী মদনবাবুর জামিনের আবেদনের শুনানি এগিয়ে আনার দিনেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহের শারীরিক অবস্থা নিয়ে এসিজেএম আদালতে রিপোর্ট দিয়েছেন আলিপুর জেলের কর্তৃপক্ষ। সিবিআই সারদা কাণ্ডে মাতঙ্গকে গ্রেফতার করার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তদন্তকারীরা জানান, মাতঙ্গের লিভার প্রতিস্থাপন হয়েছে। তার জেরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণেই এক মাসে দু’টি শুনানিতে হাজির করানো যায়নি তাঁকে। এ দিন জেল-কর্তৃপক্ষ রিপোর্ট দিয়ে জানান, আদালতে হাজির হওয়ার মতো সুস্থ রয়েছেন মাতঙ্গ। তাঁকে এ দিন হাজিরও করানো হয়।

মাতঙ্গের আইনজীবী সেলিম রহমান আদালতে জানান, তাঁর মক্কেলের জামিনের জন্য জেলা দায়রা আদালতে আর্জি জানানো হয়েছে। ১১ মে সেই শুনানি হবে। কিন্তু চার্জশিটের পুরো প্রতিলিপি তিনি পাননি। আলিপুরের এসিজেএম হারাধন মুখোপাধ্যায় ৮ মে-র মধ্যে ওই প্রতিলিপি অভিযুক্ত পক্ষকে দেওয়ার জন্য সিবিআই-কে নির্দেশ দেন। মাতঙ্গকে ১৩ মে পর্যন্ত জেল-হাজতে রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE