সুপ্রিম কোর্টে গৌতম কুণ্ডুর জামিন নিয়ে সিদ্ধান্ত আরও দু’সপ্তাহ পিছিয়ে গেল। রোজভ্যালি কর্ণধারের বিরুদ্ধে বিস্তারিত নথি তৈরির জন্য আরও সময় চেয়েছে ইডি।
২৫ মার্চ ইডি-র হাতে গ্রেফতারের পর থেকেই গৌতম কুণ্ডু জেলে বন্দি। নিম্ন আদালত ও কলকাতা হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন গৌতম। যুক্তি ছিল, তাঁর বিরুদ্ধে আর্থিক নয়ছয় প্রতিরোধ আইনের যে ধারায় মামলা করা হয়েছে, তা খাটে না। আজ বিচারপতি পিনাকিচন্দ্র ঘোষ ও আর কে অগ্রবালের বেঞ্চে শুনানির সময় বিচারপতিরা মন্তব্য করে, তাঁরা শুধু আইনের ওই ধারাটি প্রযোজ্য হয় কি না, সেটাই দেখবেন। গোটা বিষয়ে শীর্ষ আদালত মাথা না-ও ঘামাতে পারে। এ বিষয়ে ইডি-র বক্তব্য জানতে চেয়েছিল আদালত। ইডি-র সলিসিটর জেনারেল রঞ্জিৎ কুমার আরও দু’সপ্তাহ সময় চেয়ে নেন। আগামী শুনানি ১ অক্টোবর।