বৈশাখের হাঁসফাঁস গরমে দিশাহারা দক্ষিণবঙ্গ। তাপমাত্রা বেড়েই চলেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও কিছু দিন এই অস্বস্তিকর গরম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। তবে চলতি সপ্তাহেই ফিরতে পারে বৃষ্টি। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু’-একটি জায়গায়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর গরম থাকবে। তাপমাত্রা থাকবে উষ্ণ ও আর্দ্র। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। তবে এর মধ্যেই নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলিতে রবিবার এবং সোমবার দু’-একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।
আরও পড়ুন:
সোমবারের পর থেকে গরম কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। তার পরের চার দিনে বড় কোনও হেরফের হবে না।
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে শনিবার ও রবিবার। বাকি জেলায় সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে চার ডিগ্রি।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি।