সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। শহরের কোথাও কোথাও রাতভর হালকা বৃষ্টিও হয়েছে। সঙ্গে বজ্রপাত। বৃহস্পতিবার সকালেও ঝিরঝিরে বৃষ্টি চলছে। রোদের দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দিনভর এমনই থাকবে শহরের আবহাওয়া। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিও হতে পারে।
আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই দুর্যোগের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বৃহস্পতিবার দক্ষিণের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে। এর পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ওই জেলাগুলির পাশাপাশি শনিবার পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় রবি ও সোমবারও দুর্যোগ চলবে।
আরও পড়ুন:
উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুক্রবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝড়। শনি ও রবিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর ও মালদহে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও কালিম্পঙেও। আগামী মঙ্গলবারের আগে পর্যন্ত আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।
সপ্তাহান্তে উত্তাল থাকবে সমুদ্রও। হাওয়ার গতি পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটারে। ফলে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের শনি ও রবিবার গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম।