২৬ বছর বয়সি শিক্ষিকার প্রেমে পড়েছিলেন সদ্যতরুণ ছাত্র। কিন্তু সাড়া মেলেনি। উল্টে ছাত্রের নামে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেন যুবতী। সেই রাগে শিক্ষিকার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলেন ছাত্র! সোমবার মধ্যপ্রদেশে ঘটনাটি ঘটেছে। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি-র একটি প্রতিবেদন সূত্রে খবর, অভিযুক্তের নাম সূর্যাংশ। ১৮ বছর বয়সি ওই ছাত্র নরসিংহপুর জেলার এক স্কুলে পড়তেন। স্কুলেরই এক শিক্ষিকাকে পছন্দ করতেন তিনি। তাঁকে প্রায়ই উত্যক্তও করতেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল সাড়ে ৩টে নাগাদ অভিযুক্ত তরুণ বোতলভর্তি পেট্রল নিয়ে শিক্ষিকার বাড়িতে যান। এর পর শিক্ষিকার গায়ে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেন তিনি।
আরও পড়ুন:
দ্রুত যুবতীকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, তাঁর শরীর ১০-১৫ শতাংশ পুড়ে গিয়েছে। তবে ক্ষত বেশ গুরুতর হলেও আশঙ্কাজনক নয় বলে হাসপাতাল সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূর্যাংশ গত দু’বছর ধরে ওই শিক্ষিকার ছাত্র ছিলেন। তখন থেকেই শিক্ষিকাকে পছন্দ করতেন তরুণ। তাঁকে নিয়ে নানা রকম মন্তব্যও করতেন। এ নিয়ে গত ১৫ অগস্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন শিক্ষিকা। মহকুমা পুলিশ আধিকারিক মনোজ গুপ্ত জানিয়েছেন, সম্ভবত সেই রাগ থেকেই এমন ঘটনা ঘটিয়েছেন ছাত্র। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ডোঙ্গারগাঁও থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, জেরায় দোষ কবুল করেছেন অভিযুক্ত।