উত্তরবঙ্গে স্বাভাবিক সময়ের আগেই বর্ষা এসে গিয়েছে। এ বার দক্ষিণবঙ্গের পালা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পরিস্থিতি অনুকূল। আগামী তিন দিনে বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহের মধ্যভাগে কলকাতা-সহ সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং আশপাশের এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার সঙ্গে মিশেছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর থাকা ঘূর্ণাবর্ত। শনিবার পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত যে অক্ষরেখা ছিল, তা-ও একটু দক্ষিণ-পশ্চিমে সরে এসেছে। এগুলির প্রভাবেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সে দিকে আরও এগিয়ে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। হাওয়া অফিস বলছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে বর্ষা।
আগামী সপ্তাহ জুড়েই দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ঝড়বৃষ্টির জন্য দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল এবং বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের সব জেলায়। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি সব জেলায় জারি হলুদ সতর্কতা। বৃহস্পতিবারও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও চলবে ঝড়বৃষ্টি। তবে সেখানে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আগামী তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। তার পরের চার দিন তাপমাত্রার হেরফের হবে না।
উত্তরবঙ্গের সব জেলাতেও আগামী সপ্তাহে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়িতে সোমবার ভারী বৃষ্টি হতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বাকি জেলায় ঝড়বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মঙ্গলবারও জলপাইগুড়ি এবং সঙ্গে আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। বুধবার দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির কারণে আগামী তিন দিন উত্তরবঙ্গেও তাপমাত্রা কমতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।