নিরাপত্তার জন্য মেলার আকাশে চক্কর কাটার কথা ছিল তার। কিন্তু পুণ্যস্নানে এসে অসুস্থ বৃদ্ধকে নিয়ে গঙ্গাসাগর থেকে কলকাতা পাড়ি দিল হেলিকপ্টার। উত্তরপ্রদেশের গাজিপুর থেকে মকর সংক্রান্তিতে সাগর মেলায় স্নান সারতে এসেছিলেন বছর বাষট্টির গঙ্গাপ্রসাদ। শনিবার ভোরের দিকে স্নানের সময়েই হৃদরোগে আক্রান্ত হন তিনি। অ্যাম্বুল্যান্সে করে গঙ্গাপ্রসাদকে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য শিবিরে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত হয়। হেলিকপ্টারে করে বেলা ৩টে নাগাদ কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় অসুস্থ বৃদ্ধকে। এর আগে নিরাপত্তার জন্য ড্রোন ব্যবহার হয়েছিল সাগরমেলায়। এ বার রাখা হয়েছিল হেলিকপ্টার। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান, এর আগে হেলিকপ্টারের এমন ব্যবহারের সুযোগ মেলেনি সাগরমেলায়। এ দিনই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে আগুনে ভস্মীভূত হল পুলিশের একটি তাঁবু। দমকল সূত্রের খবর, শনিবার বেলা আড়াইটে নাগাদ আগুন লাগে। প্রায় মিনিট দশকের মধ্যে দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy