E-Paper

রাজ্যের আরও তিন রেল স্টেশনে ভিড় সামলাতে হোল্ডিং এরিয়া

বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সারা দেশের ৭৬টি স্টেশনে হোল্ডিং এরিয়া তৈরির কাজের অনুমোদন দিয়েছেন।তার মধ্যে এ রাজ্যে পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেল মিলিয়ে রয়েছে চারটি স্টেশন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ০৮:১১

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিশেষ পরিস্থিতিতে ভিড় সামলাতে কলকাতা সংলগ্ন পূর্ব রেলের হাওড়া এবং শিয়ালদহ স্টেশনেও হোল্ডিং এরিয়া তৈরি করবে রেল। আগামী বছর দীপাবলিরআগেই স্টেশনের বাইরে ভিড় ধরে রাখার জন্য নির্দিষ্ট ওই পরিসর তৈরি হয়ে যাবে বলে রেল সূত্রের খবর। এর আগে দক্ষিণ-পূর্ব রেলের শালিমার স্টেশনেও এমন জায়গা তৈরি হবে বলে ঠিক হয়েছে।

বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সারা দেশের ৭৬টি স্টেশনে হোল্ডিং এরিয়া তৈরির কাজের অনুমোদন দিয়েছেন।তার মধ্যে এ রাজ্যে পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেল মিলিয়ে রয়েছে চারটি স্টেশন। ওই চার স্টেশন হল হাওড়া, শিয়ালদহ, আসানসোল এবং শালিমার। পূর্ব রেলেরআওতায় হাওড়া, শিয়ালদহ, আসানসোল ছাড়াও বিহারের ভাগলপুর এবং ঝাড়খণ্ডের জসিডি স্টেশন রয়েছে।

বছরের বিভিন্ন সময়ে দেশের যে সব রেল স্টেশনে পুজো, উৎসব ছাড়াও নানা কারণে যাত্রীদেরঅস্বাভাবিক ভিড় হওয়ার সম্ভাবনা থাকে, সেই সব স্টেশন নিয়ে রেলের সমীক্ষক সংস্থা রাইটস বিশেষ সমীক্ষা চালিয়েছিল। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে সারা দেশের ৭৬টি স্টেশন চিহ্নিত করা হয়। ঠিক হয়, রেলের সহযোগী সংস্থা রেলওয়ে ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (আর এল ডি এ) স্টেশন লাগোয়া চিহ্নিত জমিতে পাকাপাকি ভাবে হোল্ডিং এরিয়া তৈরি করে দেবে।

হাওড়া, শিয়ালদহ, শালিমার এবং আসানসোল স্টেশনে প্রস্তাবিত ওই জায়গা নয়াদিল্লি স্টেশনের হোল্ডিং এরিয়ারআদলে তৈরি হবে। ওই পরিসরে প্রায় ৭ হাজার যাত্রীকে সাময়িক ভাবে অপেক্ষায় রাখার উপযোগী পরিকাঠামো তৈরি থাকছে। যাত্রীদের টিকিট কাটার পূর্ব অবস্থা থেকে টিকিট কেটে ট্রেন ধরতে যাওয়ারআগে পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ওই পরিসরকে ভাগ করা হয়েছে।

বছরের বিভিন্ন সময়ে বিশেষ কারণে স্টেশনে ভিড় হলে যাত্রীদের প্ল্যাটফর্মে হুড়োহুড়ি এড়াতে ওই পরিসরকে সাময়িক অপেক্ষারজায়গা হিসেবে ব্যবহার করা হবে। ভিড়ের সময়ে প্ল্যাটফর্ম খালি হলে হোল্ডিং এরিয়ার যাত্রীদের প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হবে। তবে, বাইরে ট্রেনের অপেক্ষায়থাকাকালীন যাত্রীরা যাতে সমস্যায় না পড়েন, তার ব্যবস্থা করতে ওই পরিসরে পানীয় জল, একাধিক শৌচালয়, খাবারের দোকান, ট্রেন আসার খবর জানানোরডিসপ্লে বোর্ড, আলো-সহ একাধিক সুবিধা থাকবে।

কলকাতায় দুর্গাপুজো, দীপাবলি, ছট ছাড়াও অন্যান্য সময়ে বিশেষ প্রয়োজনে ওই পরিসর ব্যবহার করা যাবে। নতুন হোল্ডিং এরিয়া ভিড়ের সময়ে পদপিষ্ট হওয়ার মতো বিপত্তি এড়াতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে জানাচ্ছেন রেলের কর্তারা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Indian Railways Railways

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy