কলেজছাত্রীকে পড়তে ডেকে শ্লীলতাহানির অভিযোগ। শুক্রবার এই ঘটনায় গ্রেফতার হলেন কলেজের এক অতিথি শিক্ষক। অভিযোগকারিণীর দাবি, তাঁকে একা পেয়ে ‘খারাপ আচরণ’ করেছেন ওই শিক্ষক। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল হুগলির চুঁচুড়ায়।
অভিযুক্ত হুগলির একটি কলেজের অতিথি শিক্ষক। পূর্ব বর্ধমানের বাসিন্দা কাজের সুবাদে হুগলির চুঁচুড়ায় বাড়িভাড়া নিয়ে থাকেন। ওই বাড়িতেই টিউশন করেন। সকাল এবং সন্ধ্যায় বাংলা পড়তে আসেন কলেজের ছাত্রছাত্রীরা।
প্রথম বর্ষের এক ছাত্রীর অভিযোগ, গত মঙ্গলবার তিনি পড়তে গিয়েছিলেন। সে সময় বাড়িতে আর কেউ ছিল না। সেই ‘সুযোগে’ তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন ওই শিক্ষক। শুক্রবার বিকেলে চুঁচুড়া মহিলা থানায় শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন তিনি। অন্য দিকে, এর মধ্যে ওই শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর মৌসুমি বসু চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘গন্ডগোলের কথা আমিই পুলিশকে ফোন করে জানাই। এই রকমের ঘটনা সমীচীন নয়। অভিযোগের সারবত্তা খতিয়ে দেখুক পুলিশ। শিক্ষক-পড়ুয়ার সম্পর্কে এমন কিছু হওয়া উচিত নয়।’’
যে বাড়িতে অভিযুক্ত ভাড়ায় থাকেন, সেই বাড়ির মালিক এবং স্থানীয় কয়েক জনের দাবি, এমন কিছু করতে পারেন না ওই শিক্ষক। বাড়িমালিকের কথায়, ‘‘উনি ভাল মানুষ। এমন কিছু করতে পারেন, বিশ্বাস করি না।’’
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার চুঁচুড়া পকসো আদালতে হাজির করানো হবে তাঁকে।