Advertisement
২০ এপ্রিল ২০২৪
arrest

Satragachi: সারা দিন ঝিলে ডুবুরি নিয়ে খোঁজ চলল চালকের, সাঁতরাগাছির ঘটনায় চালক গ্রেফতার শালিমার থেকে

ডুবুরি নামিয়েও খোঁজ মেলেনি, শালিমার থেকে গ্রেফতার করা হল সাঁতরাগাছির ঘটনায় নিখোঁজ চালককে।

গ্রেফতার হওয়া চালক মক্কা পাসওয়ান।

গ্রেফতার হওয়া চালক মক্কা পাসওয়ান। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
সাঁতরাগাছি শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ০১:০৩
Share: Save:

সাঁতরাগাছি ব্রিজ থেকে তিরিশ ফুট নীচে পড়েছিল লরি। শুক্রবার রাতে ঘটে যাওয়া ঘটনার পর সারা রাত ঝিলে তল্লাশি চালানোর পরেও যখন চালকের সন্ধান পাওয়া যাচ্ছিল না, তখন সকলে ভেবেছিলেন, চালক বুঝি জলে ডুবে মারা গিয়েছেন। দেহ খুঁজতে ডুবুরিও নামানো হয়। কিন্তু দিন গড়াতে ঘটনাস্থলের কিছুটা দূরে সন্ধান মেলে চালকের। শালিমার থেকে গ্রেফতার করা হয় চালককে।

শুক্রবার মাঝ রাতে একটি লরি দ্বিতীয় হুগলি সেতুর দিক থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে সাঁতরাগাছির স্টেশনের দিকে যাচ্ছিল। ব্রিজের কিছুটা উপরে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ঝিলের জলের মধ্যে গিয়ে পড়ে। লরিটির অনেকটা অংশ ঝিলের জলে ডুবে যায়। ঝিলে নামানো হয় দমকল কর্মীদের। দু’জন কর্মী সাঁতরে গিয়ে ডুবে থাকা লরিটির ভিতরে তল্লাশি চালান। গাড়ির কাগজ-পত্র উদ্ধার করা হয়। তবে কোনও চালক বা খালাসিকে তাঁরা খুঁজে পাননি।

জলের গভীরে চালক তলিয়ে যেতে পারেন, এই ভেবে বিকেলে ডুবুরি নামানো হয় ঝিলে। কিন্তু চালকের দেহ তখনও পাওয়া যায়নি। অন্য দিকে, চালকের মোবাইলও সুইচ-অফ ছিল। পরে মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে শালিমার থেকে চালককে গ্রেফতার করা হয়। চালকের নাম মক্কা পাসওয়ান। তিনি জানান, দুর্ঘটনার সময় ‘স্টিয়ারিং লক’ হয়ে যায়। লরি সমেত তিনি নীচে পড়ে যান। জল থাকায় কোনওক্রমে প্রাণে বেঁচে গেলেও মাথায় আঘাত লাগে। পুলিশের ভয়ে তিনি পালিয়ে শালিমারে দিদির বাড়ি চলে গিয়েছিলেন। পরে জগাছা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrest Road Accident Santragachi Lake
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE