বাংলাভাষী হওয়ায় ফের বিজেপি-শাসিত মহারাষ্ট্রে বাংলাদেশি সন্দেহে পুলিশের হাতে এ রাজ্যের এক যুবক আটক হয়েছেন বলে অভিযোগ উঠল।
হাওড়ার রাজাপুর থানা এলাকার বাণীবন গ্রামের বছর ত্রিশের শেখ মিজানুর মিস্ত্রি নামে ওই যুবক দর্জির কাজ করতে মহারাষ্ট্রের সান্তাক্রুজ়ে যান। সান্তাক্রুজ় থানার পুলিশ বুধবার তাঁকে আটক করে বলে অভিযোগ। যুবকের দাদা শেখ রবিয়াল মিস্ত্রি রাজাপুর থানার দ্বারস্থ হয়েছেন।
হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল বলেন, ‘‘স্থানীয় ভাবে ওই যুবকের সমস্ত তথ্য খতিয়ে দেখে মহারাষ্ট্রের সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। শীঘ্রই ওই যুবককে মুক্ত করা হবে।’’
চলতি বছরে জানুয়ারি মাসে রবিয়ালের সঙ্গেই সান্তাক্রুজ়ে যান মিজানুর। গত জুনে ইদের জন্য ফিরে আসেন রবিয়াল। ১৫ অগস্ট ফের তাঁর ওখানে যাওয়ার কথা। তার আগে এ দিন ফোনে ভাইয়ের কাছ থেকে পুলিশের হাতে আটক হওয়ার কথা জানতে পারেন।
রবিয়াল বলেন, ‘‘ভাই যে কারখানায় কাজ করে, সেখানে বুধবার সকালে পুলিশ যায়। ভারতীয় প্রমাণপত্র দেখতে চায়। ওঁর সঙ্গে জন্মের শংসাপত্র, ভোটার কার্ড, আধার কার্ড— সবই রয়েছে। তাতে বাংলায় লেখা দেখে এবং ও বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহ থানায় নিয়ে যায়।’’ তাঁরা প্রায় ১০ পুরুষ ধরে এ রাজ্যে বসবাস করছেন জানিয়ে রবিয়ালের দাবি, ‘‘ভারতীয় হওয়ার যাবতীয় বৈধ প্রমাণপত্র আমাদের রয়েছে। সেখানে আমাদের বাংলাদেশি বলা হবে, এটা ভাবতে পারছি না। ভাইকে কী ভাবে ফেরাব, বুঝতে পারছি না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)