Advertisement
১০ মে ২০২৪
bansberia

Murder: মায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় শিশুকে অপহরণ করে খুন বাঁশবেড়িয়ায়

ঘটনাটি বাঁশবেড়িয়ার চুরি মহল্লার। মঙ্গলবার শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্ত যুবক শেখ রাজু। নিজস্ব চিত্র।

অভিযুক্ত যুবক শেখ রাজু। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বাঁশবেড়িয়া শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ০৪:১৭
Share: Save:

প্রতিবেশী যুবকের সঙ্গে মায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় সাত বছরের শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি বাঁশবেড়িয়ার চুরি মহল্লার। মঙ্গলবার শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চুরি মহল্লার বাসিন্দা শবনম বিবি গ্যাঞ্জেস জুটমিলের শ্রমিক। তাঁর স্বামী নেই। প্রতিবেশী যুবক সেখ রাজুর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। রাজুর সঙ্গে মাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে সাত বছরের রমজান। অভিযোগ, খেলার নাম করে ২৫ জুলাই রমজানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান রাজু। তাকে খুঁজে না পেয়ে কলবাজার পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে শিশুর পরিবার।

তদন্তে নেমে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করে রাজুর কথা জানতে পারে পুলিশ। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন রাজু। তাঁকে হাওড়ার সাঁকারাইল থেকে ধরে নিয়ে আসে পুলিশ। রামজানকে খুনের কথা রাজু স্বীকার করেছেন বলে দাবি তদন্তকারীদের। পুলিশ জানিয়েছে, ব্যান্ডেলের চুনুমিঞা গঙ্গার ঘাটের একটি নির্জন জায়গায় রমজানকে গলা টিপে খুন করেন রাজু। তার পর ঝোপের মধ্যে তার দেহ ফেলে পালিয়ে যান। মঙ্গলবার ওই ঘাট থেকে রমজানের দেহ উদ্ধার করে পুলিশ।

হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি (ক্রাইম) দেবী দয়াল কুণ্ডু বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত যুবকের সঙ্গে শিশুটির মায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সেই কারনেই খুন করা হয়েছে শিশুটিকে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে ধরা হয়। তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এর পিছনে আর কে কে আছে,শিশুর মায়ের ভূমিকাই বা কী ছিল তা তদন্ত করে দেখা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder bansberia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE