Advertisement
২০ এপ্রিল ২০২৪
CPM

ব্রিগেড, টোলপ্লাজ়া দেড় ঘণ্টা ‘টোল-ফ্রি’

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাছে আগাম খবর ছিল এ দিন ব্রিগেডে ব্যাপক ভিড় হবে। দিনের আলো ফুটতেই তা টের পায় পুলিশ। দু

দীর্ঘ: ডানকুনির কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ব্রিগেডমুখী গাড়ি। ছবি: দীপঙ্কর দে।

দীর্ঘ: ডানকুনির কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ব্রিগেডমুখী গাড়ি। ছবি: দীপঙ্কর দে।

নিজস্ব সংবাদদাতা
ডানকুনি শেষ আপডেট: ০১ মার্চ ২০২১ ০৭:১১
Share: Save:

ব্রিগেডমুখী গাড়ির জন্য রবিবার সকালে দেড় ঘণ্টা ‘টোল-ফ্রি’ করে দেওয়া হল ডানকুনি টোলপ্লাজ়া। ফলে, এড়ানো গিয়েছে যানজট।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাছে আগাম খবর ছিল এ দিন ব্রিগেডে ব্যাপক ভিড় হবে। দিনের আলো ফুটতেই তা টের পায় পুলিশ। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান-সহ রাজ্যের দূরের জেলাগুলি থেকে ব্রিগেডমুখী বহু বাস ও ট্রাক আসতে থাকে। বর্তমানে ‘ফাস্ট্যাগ’ পদ্ধিতেতে টোলপ্লাজ়াগুলিতে গাড়ি থেকে টোল আদায় করা হচ্ছে। কিন্তু এখনও বহু গাড়িতেই ওই ‘স্টিকার’ নেই। ফলে, যানজটের আশঙ্কা করে পুলিশ। আর তেমন হলে বহু গাড়ি ব্রিগেড যেতে পারবে না, এই আশঙ্কাও তৈরি হয়। সেই বিপত্তি এড়াতেই ডানকুনি টোলপ্লাজ়াকে কিছুক্ষণ ‘টোল-ফ্রি’ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

চন্দননগর কমিশনারেটের এক পদস্থ কর্তা বলেন, ‘‘সকাল ১০টার কিছু পর থেকে সাড়ে ১১টা পর্যন্ত ডানকুনি টোলপ্লাজ়ায় গাড়ি দাঁড়ায়নি। ওই সময়ে বিনা টোলেই গাড়ি ছাড়া হয়েছে। ডানকুনি থেকে শেষ ব্রিগেডমুখী গাড়ি গিয়েছে ১১টা ৪০ নাগাদ। গাড়ি ফিরতে শুরু করে বিকেল ৩টে পর থেকে। সমস্যা হয়নি।’’

ব্রিগেড থেকে ফেরার পথে পূর্ব বর্ধমানের যুবক সৈকত ভট্টাচার্য এ দিন বিকেল চারটে নাগাদ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে কাপাসহাড়িয়ার কাছে বাস থামিয়ে চা খাচ্ছিলেন। তিনি বলেন,‘‘ সেই ছোটবেলা থেকে পাড়ার দাদাদের সঙ্গে ব্রিগেড যাচ্ছি বাসে চড়ে। কিন্তু এ বার পুলিশ-প্রশাসনের যে ব্যবস্থা ছিল তা প্রশংসা করার মতো। পথে কোথাও সমস্যা হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress CPM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE