চন্দননগর বড়বাজারে আবাসনে আগুন। আবাসনের একটি ফ্ল্যাটে পুজোর মোমবাতি থেকে আগুন লাগে। ধোঁয়া দেখা যায় বাইরে থেকে। ভিতরে আবাসিক বৃদ্ধের ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে স্থানীয়েরা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন দরজা ভেঙে।
খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছোয় ঘটনাস্থলে। তবে আগুন ছড়িয়ে পড়েনি। তাই আবাসনের অন্য ফ্ল্যাটের কোনও ক্ষতিও হয়নি। তবে ধোঁয়ায় বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর শুভজিৎ সাউ। তিনি জানান, তিনতলার ফ্ল্যাটে বৃদ্ধ একাই ছিলেন। হঠাৎ চিৎকার শুনে একজন গিয়ে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। দেরি হলে বিপদ হতে পারত।
অন্য দিকে, আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চন্দননগর তালপুকুর ধারে দু’টি গুমটিঘর আগুনে ভষ্মীভূত হয়।