Advertisement
০৫ মে ২০২৪
House owner Arrested

ঘরভাড়া নিয়ে বিবাদ, কাউন্সিলরের অভিযোগে ধৃত মালিক

কোন্নগরের ১৬ নম্বর ওয়ার্ডের পুর-প্রতিনিধি শুভাশিস চৌধুরী ডিওয়ালডি এলাকায় দীর্ঘ বেশ কয়েক বছর আগে গোবিন্দ চৌধুরী নামে ওই ব্যক্তির থেকে দু’টি দোকানঘর ভাড়া নেন।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোন্নগর শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৫১
Share: Save:

দোকানঘর ভাড়া নিয়ে বিবাদের জেরে মালিকের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের নির্দেশ বিকৃত করার অভিযোগ আনলেন কোন্নগরের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (পুর-প্রতিনিধি) শুভাশিস চৌধুরী। পুলিশ জানিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে কোন্নগর ডিওয়ালডি এলাকার বাসিন্দা গোবিন্দ চৌধুরীকে শনিবার গ্রেফতার
করা হয়েছে।

চন্দননগর পুলিশ কমিশনারেটের এক পদস্থ কর্তা রবিবার বলেন, ‘‘ধৃতের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের ১৪৪ ধারার নির্দেশিকা বিকৃত করার নির্দিষ্ট অভিযোগ রয়েছে। অভিযুক্তের জেল হেফাজতের নির্দেশ হয়েছে।’’

কোন্নগরের ১৬ নম্বর ওয়ার্ডের পুর-প্রতিনিধি শুভাশিস চৌধুরী ডিওয়ালডি এলাকায় দীর্ঘ বেশ কয়েক বছর আগে গোবিন্দ চৌধুরী নামে ওই ব্যক্তির থেকে দু’টি দোকানঘর ভাড়া নেন। একটিতে তিনি ওষুধের দোকান করেন। অন্যটিতে চিকিৎসকেরা রোগী দেখতেন। বর্তমানে দুটোই বন্ধ। ওই দোকানঘরের মালিক পুলিশকে জানিয়েছেন, যে দোকানঘরটি রোগী দেখার জন্য নেওয়া হয়েছিল, সেটি তিনি বহু বার ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। শুভাশিস সেটা ছাড়ছিলেন না তো বটেই এমনকি নিজে ভাড়া দেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। সেই নিয়েই দু’পক্ষের মধ্যে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। এরপরই শুভাশিসকে আইনজীবীর নোটিস পাঠান গোবিন্দ।

গোবিন্দ আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ১৪৪ ধারার জন্য আবেদন করেন। তা মঞ্জুরও হয়। পুলিশ গত ৭ তারিখে শুনানির জন্য দু’পক্ষকে ডাকে। অভিযোগ, তার আগে গত ৫ তারিখ গোবিন্দ ওই ঘর থেকে শুভাশিসের সব জিনিস বের
করে দেন।

শুভাশিসের অভিযোগ, ‘‘ওষুধের দোকানটি বন্ধ থাকলেও ভাড়া নিয়মিত দিই। আর চিকিৎসকদের ওই ঘর ছেড়ে দিয়েছিলাম। কিন্তু গোবিন্দবাবু আমাকে ওই ঘরের জন্য ভাড়াটে খুঁজে দিতে বলেছিলেন। তাছাড়া নির্দিষ্ট দিনের আগে গোবিন্দ ঘর থেকে জিনিস বের করে দেওয়ায় পুলিশের দ্বারস্থ হই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Konnagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE