অপরাধের পর দুষ্কৃতীদের গা ঢাকা দেওয়ার ‘আস্তানা’ নেশামুক্তি কেন্দ্র! বুধবার ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে এমনই দুটি ‘আশ্রয়ের’ সন্ধান পেয়ে তাজ্জব হাওড়ার মালিপাঁচঘরা থানার পুলিশ।
বেশ কিছু দিন ধরে হাওড়া শহরে মোবাইল ছিনতাইয়ের ঘটনা বেশ বেড়েছে। হয়তো রাস্তায় মোবাইলে কথা বলতে বলতে কেউ অন্যমনস্ক ভাবে হাঁটছেন। চকিতে তাঁর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা। গত ১১ মে এমনই একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমেছিল পুলিশ।
অনেক চেষ্টাচরিত্রের পর সিসিটিভি দেখে দুষ্কৃতীদের খোঁজ পাওয়া যায়। এর পর দুই ছিনতাইকারীকে নেশামুক্তি কেন্দ্রে গিয়ে ধরা হয়। সেখানে পৌঁছে তাজ্জব পুলিশ।