Advertisement
০৬ অক্টোবর ২০২৪
Chinsurah imambara Hospital

হুগলির হাসপাতালে অনিয়ম চিকিৎসকদের, ক্ষোভ আইএমএ-র

চিকিৎসক ও স্বাস্থ্য-প্রশাসনে থাকা কারও কারও দীর্ঘ দিন ধরে বদলি না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আইএমএ সদস্য চুঁচুড়া শাখার চিকিৎসকদের সাংবাদিক সম্মেলন।

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আইএমএ সদস্য চুঁচুড়া শাখার চিকিৎসকদের সাংবাদিক সম্মেলন। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
চুঁচুড়া শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৪
Share: Save:

আর জি কর-কাণ্ডের পরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে চিকিৎসকদের ‘উত্তরবঙ্গ লবি’র দিকে আঙুল তুলছেন চিকিৎসকদেরই একাংশ। চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) অভিযোগ, সেই লবির অঙ্গুলিহেলনেই বিভিন্ন জেলায় স্বাস্থ্য ব্যবস্থাও নিয়ন্ত্রিত হয়। রবিবার চুঁচুড়ায় সাংবাদিক বৈঠক করে হুগলি জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলল আইএমএ।

এ নিয়ে ওই সাংবাদিক সম্মেলনে চিকিৎসকদের একাংশকে নিশানা করেন আইএমএ-র হুগলি-চুঁচুড়া শাখার সম্পাদক ইন্দ্রনীল চৌধুরী। তাঁর অভিযোগ, ‘‘চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে কিছু চিকিৎসক সপ্তাহে মাত্র দু’দিন ডিউটি করেন। বাকি সময়ে বাইরে চেম্বার করেন।’’ তাঁর দাবি, হাসপাতালে চিকিৎসকদের কোনও বিরুদ্ধ সংগঠন নেই, যাঁরা চিকিৎসকদের অনিয়মের বিরুদ্ধে গলা তুলবেন। হাসপাতালে হাজার হাজার গরিব মানুষ পরিষেবার জন্য দাঁড়িয়ে থাকেন। সেখানে চিকিৎসকদের একাংশ নিয়ম না মানলেও বিরোধিতা হয় না।

চিকিৎসক ও স্বাস্থ্য-প্রশাসনে থাকা কারও কারও দীর্ঘ দিন ধরে বদলি না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, জেলায় জেলায় স্বাস্থ্য-মাফিয়া চক্রের রমরমা অনেক দিন ধরেই রয়েছে। আর জি করের ঘটনার পরে এই বিষয়ে সত্যিই ভাবার সময় হয়েছে। সাংবাদিক বৈঠকে প্রবীণ চিকিৎসক অক্ষয় আঢ্যও ছিলেন।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর বলেন, ‘‘স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নাগরিক বা কোনও সংগঠনের অভিযোগ থাকলে লিখিত আকারে জানাতেই পারে। তবে কোনও বেসরকারি সংগঠন হঠাৎ করে সাংবাদিক বৈঠক করে গোটা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললে তার উত্তর দিতে আমার কোনও বাধ্যবাধকতা নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chinsurah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE