নিজে সাংসদ। অথচ টিকা নেওয়ার বিধিনিয়ম জানেন না! কসবা ভুয়ো টিকা-কাণ্ড সামনে আসার পর থেকে লাগাতার এই প্রশ্নেই বিদ্ধ হচ্ছেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। এ বার তাঁর সতীর্থ তথা উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকও টিকা নেওয়ার ক্ষেত্রে দায়িত্ববোধের উপর জোর দিলেন। তাঁর মতে, সচেতন নাগরিক হিসেবে বিধিনিয়ম মেনে তবেই টিকা নেওয়া উচিত।
শনিবার নিজের নির্বাচনী কেন্দ্রে গিয়েছিলেন কাঞ্চন। সেখানেই ভুয়ো টিকা-কাণ্ড নিয়ে মন্তব্য করেন তিনি। কাঞ্চন বলেন, ‘‘যে ভাবে জাল টিকা দেওয়া হয়েছে, সেটা অন্যায়। একেবারেই সমীচীন নয়। টিকা নিতে গেলে নাম নথিভুক্ত করতে হয়। তার জন্য আধার কার্ড লাগে। তার পর টিকা হয়। ফোনে মেসেজ আসে। সচেতন মানুষ হিসেবে সেই বিধিগুলো মানতে হবে।’’
কসবায় ভুয়ো টিকা-কাণ্ডের উদ্ঘাটন করেন মিমি নিজেই। তিনি জানান, দেবাঞ্জন দেবের শিবির থেকে টিকা নিলেও শংসাপত্র পাননি। নিজের আপ্ত সহায়ককে পাঠিয়েও লাভ হয়নি। শিবিরের আয়োজকরা সদুত্তর না দেওয়ায় কসবা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু সরকারি টিকাকেন্দ্র না গিয়ে, সাংসদ কেন কসবার ওই ভুয়ো টিকার শিবিরে গেলেন, কেন আগে খোঁজ নিলেন না, তা নিয়ে প্রশ্ন উঠছে। সেই আবহে বিধিনিয়ম নিয়ে দায়িত্ববোধের প্রসঙ্গ তুললেন কাঞ্চন। মিমির অসুস্থতার খবর তাঁর কাছে পৌঁছেছে তবে ভুয়ো টিকা নেওয়ার কারণেই তিনি অসুস্থ কি না, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন বলে জানিয়েছেন কাঞ্চন।