প্যারোলে ছাড়া পেয়ে গা ঢাকা দিয়েছিলেন খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। পরে গ্রেফতার করে সিআইডি। সেই আসামির অস্বাভাবিক মৃত্যু হুগলি জেলে।
হুগলি চণ্ডীতলা কাপাসারিয়া দক্ষিণপাড়ার বাসিন্দা শেখ মানিকলাল (৪৫) প্রতিবেশী শেখ কবীরকে খুনের অভিযোগে গ্রেফতার হন ২০১৬ সালের ১৫ অগস্ট। ১৯ জুলাই ২০১৯ সালে তাঁকে যাবজ্জীবন সাজা দেয় শ্রীরামপুর আদালত।
২০২৪ সালে ২১ জুন হুগলি জেল থেকে ২০ দিনের জন্য প্যারোলে বেরিয়েছিলেন মানিকলাল। ১২ ডিসেম্বর তাঁর সংশোধনাগারে ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। ১৩ জুলাই হুগলি জেল সুপারের কাছ থেকে ইমেলের মাধ্যমে অভিযোগ পায় চণ্ডীতলা থানা। পুলিশ মানিকলালের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে। এর পর কলকাতা হাইকোর্ট সিআইডিকে এই বিষয়ে যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান। সিআইডি সেই মামলা গ্রহণ করে। এর পর সিআইডির হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিকলাল আবার গ্রেফতার হন।
তার পর থেকে হুগলি জেলেই বন্দি ছিলেন মানিকলাল। শুক্রবার তাঁকে জেলের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। কারারক্ষীরা তাঁকে উদ্ধার করেন। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়।