টানা বৃষ্টিতে জল জমে গিয়েছে এলাকায়। কিন্তু হুঁশই নেই প্রশাসনের। এই অভিযোগে রাস্তা অবরোধ করেছিলেন এলাকাবাসীরা। সেই অবরোধ তুলতে গিয়েই আক্রান্ত হতে হল পুলিশকে। ওসিকে জুতোপেটা করলেন মহিলারা! চলল গালিগালাজও।
হাওড়ার জগদীশপুরের এই ঘটনায় ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। পরে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পাঁচ জনকে আটক করে পুলিশ। রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘আইন হাতে তুলে নেওয়া ঠিক নয়। স্থানীয় পঞ্চায়েতকে বলব মানুষের পাশে থেকে সমস্যা মেটাতে।’’
এলাকায় দীর্ঘ দিন ধরে জল জমে থাকায় শুক্রবার রাস্তা অবরোধ করেন জগদীশপুরের দেবীপাড়ার বাসিন্দারা। পুলিশ সেই অবরোধ তুলতে গেলে তাদের সঙ্গে স্থানীয়দের বচসা বাধে। অভিযোগ, পুলিশ মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এর পরেই স্থানীয়েরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে গালিগালাজ করেন। জগদীশপুর তদন্তকেন্দ্রের ওসিকে মহিলারা জুতোপেটা করেছেন বলেও অভিযোগ। পাল্টা পুলিশও লাঠিচার্জ করে।
রাখি দাস নামে এক বাসিন্দার অভিযোগ, ‘‘দীর্ঘ দিন ধরে এই এলাকায় নিকাশির সমস্যা রয়েছে। এ বারের বৃষ্টিতে সেই সমস্যা আরও বেড়েছে। ঘরের মধ্যে সাপ ঢুকে পড়ছে। প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তায় নামি। কিন্তু পুলিশ দুর্ব্যবহার করেছে।’’