Advertisement
১১ মে ২০২৪
Santragachi

সাঁতরাগাছিতে রেলকর্মীর ফ্ল্যাট লক্ষ্য করে পর পর গুলি, ঘটনাস্থলে পুলিশ

এক রেলকর্মীর ফ্ল্যাট লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে।

এই ফ্ল্যাটেই চলল গুলি।

এই ফ্ল্যাটেই চলল গুলি। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
সাঁতরাগাছি শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ১১:২৪
Share: Save:

হাওড়া পুলিশ কমিশনারেটের সাঁতরাগাছি থানা এলাকার ফ্ল্যাটে চলল গুলি। ২ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সেখানকার আবাসনের বাসিন্দা এক রেলকর্মীর ফ্ল্যাট লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই রেলকর্মীর নাম সুনীলকুমার বেহেরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন সাঁতরাগাছি থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সাঁতরাগাছি থানার অন্তর্গত বাকসাড়া এলাকায় রয়েছে ‘স্যাঞ্চুয়ারি ভিউ অ্যাপার্টমেন্ট’। সাঁতরাগাছি পাখিরালয়ের কাছেই এই আবাসন। সেখানেই এক তলার ফ্ল্যাটে থাকেন সুনীল। দক্ষিণ-পূর্ব রেলের কর্মী সুনীল সাঁতরাগাছি ইয়ার্ডে কর্মরত।

শুক্রবার সকালে সুনীল, তাঁর স্ত্রী এবং ছেলে ফ্ল্যাটেই ছিলেন। তখন দু’জন এসে কলিংবেল বাজান। দরজা খুলেই সুনীলের স্ত্রী দেখেন, মুখ ঢাকা অবস্থায় দু’জন দাঁড়িয়ে। ওই দুই দুষ্কৃতী গুলি চালাতে উদ্যত হলেই কোনও রকমে দরজা বন্ধ করেন সুনীল। দুষ্কৃতীদের ছোড়া ২ রাউন্ড গুলি লেগেছে দরজায়। অভিযোগ, রেলের বরাত সংক্রান্ত গণ্ডগোল নিয়েই চালানো হয়েছে গুলি। এর পিছনে বড় চক্র রয়েছে বলে মনে করছে পুলিশ। কারা জড়িত রয়েছে, তদন্তের স্বার্থে দুষ্কৃতী চক্রের নাম বলতে রাজি হননি পুলিশ কর্তারা। হাও়ড়া পুলিশের ডিসি (দক্ষিণ) প্রতীক্ষার ঝাকারিয়াও জানিয়েছেন, রেলের বরাত সংক্রান্ত ব্যাপার নিয়েই এই গুলিচালনার ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, মে মাসে সুনীলকে হুমকি দিয়েছিল দুষ্কৃতীরা। সাঁতরাগাছি থানায় তখন অভিযোগও দায়ের করেছিলেন সুনীল। এই ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। ওই আবাসনের বাসিন্দা নন্দিতা চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। পুলিশ যথাযথ ব্যবস্থা নিক।’’ উল্লেখ্য, মাস দুয়েক আগে রেলের বরাত নিয়ে গুলি চালনার ঘটনা ঘটেছিল সাঁতরাগাছিতেই। সেই ঘটনায় এক জন জখমও হয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police Flat Santragachi Firing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE