হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর পদত্যাগপত্র গ্রহণ করল রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর। এর ফলে পরিচালন বোর্ড আপাতত কার্যকর থাকছে না। হাওড়া পুরসভার প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে পুর কমিশনার বন্দনা পাখরিয়ালকে। সরকারি তরফে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর প্রেক্ষিতে পুর পরিষেবা ব্যাহত হতে পারে, এমনটাই মনে করছে বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ নাগরিকেরা। চাইছেন, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুক রাজ্য সরকার।
গত সাত বছর হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে দফায় দফায় প্রশাসক বসানো হয়। গত চার বছরের বেশি সময় ধরে পুরসভার পরিচালনার দায়িত্বে ছিল প্রশাসকমণ্ডলী। গত ২৫ অক্টোবর এই প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী ব্যক্তিগত কারণ দেখিয়ে পুর এবং নগরোন্নয়ন দফতরের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন। এর পর প্রশাসকমণ্ডলীর অন্যান্য সদস্যেরাও একে একে পুর কমিশনার বন্দনা পোখরিয়ালের কাছে নিজেদের দফতরের অফিস ছেড়ে দিচ্ছেন বলে লিখিত ভাবে জানান। একই সঙ্গে তাঁরা অনুরোধ করেন, পুরসভায় তাঁদের ঘর থেকে নেমপ্লেট সরিয়ে দিতে। তাঁরা ঘরের চাবিও ফেরত দিয়ে দেন। এ দিকে হঠাৎ করে মনোনীত বোর্ড সরে যাওয়ায় প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছিল। সূত্রের খবর, এ বার থেকে হাওড়া পুরসভা পরিচালনার দায়িত্ব একার হাতে সামলাবেন কমিশনার বন্দনা পোখরিয়াল। এ ব্যাপারে পুর এবং নগরোন্নয়ন দফতর তাঁকে সরকারি ভাবে দায়িত্বভার দিয়েছে।