Advertisement
০৬ মে ২০২৪
WB Panchayat Election 2023

ত্বহার ছবি দিয়ে প্রচার তৃণমূলের, শুরু বিতর্ক

তৃণমূল প্রার্থীকে জেতানোর কথা বলা হয়েছে তাঁর মুখে। এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ক্ষুণ্ণ হয়েছেন ত্বহা।

Taha Siddiqui

এই ফ্লেক্স নিয়েই শুরু হয়েছে বিতর্ক। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পাঁচলা শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ০৭:৪৫
Share: Save:

ফুরফুরা শরিফের পিরজাদা ত্বহা সিদ্দিকীর ছবি ব্যবহার করে পাঁচলার বেলডুবি পঞ্চায়েতের ২৫৩ নম্বর বুথে ভোট-প্রচারের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ওই বুথের তৃণমূল প্রার্থী মোয়াজিম মল্লিক। দেওয়াল লিখন, ফ্লেক্স ও দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে বুথের মান্নাপাড়া, মল্লিকপাড়া ও মিরপাড়া। বেশ কিছু ফ্লেক্সে দেখা যাচ্ছে ত্বহার ছবি। যাতে তৃণমূল প্রার্থীকে জেতানোর কথা বলা হয়েছে তাঁর মুখে। এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ক্ষুণ্ণ হয়েছেন ত্বহা।

মোয়াজিম দাবি করেছেন, বিষয়টি তাঁর জানা নেই। তিনি বলেন, ‘‘কর্মীরা যদি আবেগের বশে পিরজাদার ছবি দিয়ে প্রচার করে থাকেন, তা হলে আমি নিষেধ করব। যে সব জায়গায় ওই ফ্লেক্স টাঙানো হয়েছে, খুলে ফেলতে বলব।’’ পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশন মল্লিকের দাবি, ‘‘সমস্ত বিষয়টি মিথ্যা। কোনও হুজুরের (পিরজাদার) ছবি দিয়ে আমাদের ভোট প্রচার করতে হয় না। তৃণমূলের বদনাম করার জন্য আইএসএফ এ সব করছে।’’

ত্বহার ভাইপো নওশাদ সিদ্দিকী দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের আইএসএফ (ইন্ডিয়ান সেকুলারফ্রন্ট) বিধায়ক। তবে, ত্বহা কোনও রাজনীতির সঙ্গে যুক্ত নন। তা সত্ত্বেও তাঁর ছবি ব্যবহার হওয়ায় প্রশ্ন উঠেছে এলাকায়।ত্বহাও বিষয়টি ভাল ভাবে নেননি। তিনি বলেন, ‘‘কে কোথায় কী করেছে, জানা নেই। আমি রাজনীতি করি না, এ কথা বহুবার বলেছি। কেউ যদি আমার ছবি ব্যবহার করে, তা হলে সেটা ঠিক নয়। সকলের কাছে অনুরোধ, কেউ আমার ছবি যাতে ব্যবহার না করে।’’

ওই বুথে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী আইএসএফ প্রার্থী শেখ মাইজান। তিনি নওশাদের ছবি দিয়ে প্রচার করছেন। তিনি বলেন, ‘‘তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। ওরা জানে, পাশ থেকে মানুষ সরে গিয়েছেন। তাই পিরজাদার নাম করে ভোট চাইছে। ধর্মের মাধ্যমে ভোট পাওয়া যাবে না। পিরজাদা সকলের। তাঁর নাম ব্যবহার করে ভোট পাওয়া কঠিন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE