চলতি মাসের গোড়ায় রিষড়ার যে চটকলে এসে রাহুল গাঁধী শ্রমিকদের দুর্দশার কথা শুনেছিলেন, শনিবার রিষড়ার সেই ওয়েলিংটন চটকলের ‘ইয়ার্ন’ বিভাগে কাজ বন্ধের বিজ্ঞপ্তি জারি করলেন কর্তৃপক্ষ। ফলে, সমস্যায় পড়লেন ওই বিভাগের প্রায় ৪০০ শ্রমিক। সকালে কাজে এসে শ্রমিকরা ‘সাসপেনশন অব ওয়ার্ক’-এর বিজ্ঞপ্তি দেখে ক্ষোভে ফেটে পড়েন। প্রায় আধ ঘণ্টা জিটি রোড অবরোধ করেন তাঁরা। পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। শ্রীরামপুরের উপ-শ্রম কমিশনার অমল মজুমদার বলেন, ‘‘আগামী মঙ্গলবার চটকল কর্তৃপক্ষ এবং শ্রমিক সংগঠনগুলিকে নিয়ে আলাদা করে বৈঠক করা হবে।’’ হুগলি জেলা কংগ্রেসের কো-অর্ডিনেটর প্রীতম ঘোষ বলেন, ‘‘হুগলিতে চটকল বন্ধের মিছিল চলছে। শ্রমিকদের দিকে তাকিয়ে রাজ্য সরকার অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ করুক।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy