Advertisement
২১ মে ২০২৪

গাড়ির ধাক্কা বিসর্জনে, মৃত ৫ জন

এলাকার একমাত্র পুজো। শুক্রবার বিসর্জনের শোভাযাত্রায় তাই ভিড়ও হয়েছিল বেশ। কিন্তু মুহূর্তের মধ্যে সব আলো নিভে গেল! একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল পাঁচ জনের। আহত বেশ কয়েক জন। 

নিজস্ব সংবাদদাতা
বলাগড় শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ০২:৩৬
Share: Save:

এলাকার একমাত্র পুজো। শুক্রবার বিসর্জনের শোভাযাত্রায় তাই ভিড়ও হয়েছিল বেশ। কিন্তু মুহূর্তের মধ্যে সব আলো নিভে গেল! একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল পাঁচ জনের। আহত বেশ কয়েক জন।

ডুমুরদহ স্টেশনের অদূরে অসম লিঙ্ক রোডের ধারেই বালক সঙ্ঘের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা রাত সওয়া দশটা নাগাদ যখন সবে রাস্তায় উঠেছে তখনই জিরাটের দিক থেকে কল্যাণীমুখী গাড়িটি তীব্র গতিতে শোভাযাত্রায় ঢুকে পড়ে। পর পর বেশ কয়েক জনকে ধাক্কা মেরে প্রায় ২০০ মিটার দূরে ডুমুরদহ-নিত্যানন্দপুর পঞ্চায়েত ভবনের সামনে গিয়ে থামে। মৃতদের মধ্যে চিরঞ্জিৎ মণ্ডল (২৫), কার্তিক মালিক (৪৫), মনোরঞ্জন বাছার (৫০) এবং বিমল রায় (৫৫) ডুমুরদহের নতুনপাড়ার বাসিন্দা। শেখ জাকির হোসেন ওরফে খোকার (৪৫) বাড়ি ওই গ্রামেরই ইসলামপাড়ায়। চিরঞ্জিৎ, কার্তিকবাবুকে ঘষটাতে ঘষটাতে পঞ্চায়েত ভবনের সামনে নিয়ে আসে গাড়িটি।

দুর্ঘটনার পরে এক দল গ্রামবাসী গাড়িটিতে ভাঙচুর চালান। চালককে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ তাঁকে কাল‌না হাসপাতালে ভর্তি করায়। গাড়িটিতে এক শিশু-সহ দুই মহিলা ছিলেন। গ্রামবাসীদের একাংশ তাঁদের ডুমুরদহ স্টেশনে পৌঁছে দেন। রাজ্য সরকার মৃতদের পরিবারপিছু দু’লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Durga Puja Festival
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE