মজুরি বাড়ানো এবং অন্যান্য পরিষেবার দাবিতে শুক্রবার রাত থেকে প্রায় ১৬ ঘণ্টা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। শনিবার অবশ্য মালিকপক্ষ ও তৃণমূল নেতাদের সঙ্গে শ্রমিকদের বৈঠকের পরে জটিলতা কাটে শ্রীরামপুরের বাঙ্গিহাটির ওই বিস্কুট কারখানায়।
বিক্ষোভের সূত্রপাত শুক্রবার সন্ধ্যায় এক শ্রমিকের অসুস্থ হওয়া ঘিরে। শ্রমিকদের অভিযোগ, অসুস্থ ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। কিন্তু কারখানায় গাড়ি থাকলেও চালক ছিলেন না। এক সহকর্মী গাড়ি চালিয়ে তাঁকে শ্রীরামপুর ইএসআই হাসপাতালে নিয়ে যান।
শ্রমিকদের দাবি, অসুস্থ ওই ব্যক্তির ইএসআই কার্ড ঠিক ছিল না বলে হাসপাতাল থেকে জানানো হয়। এটা নিয়েই ক্ষোভ। শ্রমিকদের অভিযোগ, কম মজুরি দিয়ে তাঁদের দিয়ে অতিরিক্ত খাটানো হয়। নানা সুযোগও মেলে না।
শনিবার দুপুরে বেলা দু’টো নাগাদ ত্রিপাক্ষিক আলোচনা হয়। কারখানা কর্তৃপক্ষের দাবি, মাত্র এক বছর আগে কারখানাটি তৈরি হয়েছে। সাধ্যমতো শ্রমিকদের মজুরি দেওয়া হচ্ছে। কারখানার জেনারেল ম্যানেজার দেবাশিস দাসের কথায়, ‘‘হঠাৎ করে শ্রমিকরা কাজ বন্ধ করে দেওয়ায় কারখানার কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়ে গেল।’’ তৃণমূল নেতা মোহন মণ্ডল বলেন, ‘‘কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ওঁরা বলেছেন, দাবি পূরণ করা হবে। দুর্ভাগ্যের বিষয়, কিছু শ্রমিক এটা বুঝতে চাইছেন না।’’