Advertisement
২৭ এপ্রিল ২০২৪

চটকল শ্রমিকদের স্মারকলিপি

ভদ্রেশ্বরের নর্থ শ্যামনগর চটকল কর্তৃপক্ষ শ্রমিকদের উপর জুলুম করছে, এই অভিযোগে পুলিশের কাছে স্মারকলিপি দিল আইএনটিটিইউসি। রবিবার দুপুর ১২টা নাগাদ স্থানীয় পুরপ্রধান তথা আইএনটিটিইউসি নেতা মনোজ উপাধ্যায়ের নেতৃত্বে কয়েকশো শ্রমিক ভদ্রেশ্বর থানার সামনে জড়ো হন।

নিজস্ব সংবাদদাতা
ভদ্রেশ্বর শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৫ ০১:৫৭
Share: Save:

ভদ্রেশ্বরের নর্থ শ্যামনগর চটকল কর্তৃপক্ষ শ্রমিকদের উপর জুলুম করছে, এই অভিযোগে পুলিশের কাছে স্মারকলিপি দিল আইএনটিটিইউসি। রবিবার দুপুর ১২টা নাগাদ স্থানীয় পুরপ্রধান তথা আইএনটিটিইউসি নেতা মনোজ উপাধ্যায়ের নেতৃত্বে কয়েকশো শ্রমিক ভদ্রেশ্বর থানার সামনে জড়ো হন। কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন শ্রমিকেরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শ্রমিক-মালিক বিরোধের জেরে শনিবার থেকে ওই চটকলে কার্যত অচলাবস্থা চলছে। শ্রমিকদের অভিযোগ, কোনও শ্রমিককে বসিয়ে রাখা হবে না বলে ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হলেও কথা রাখছেন না কর্তৃপক্ষ। উল্টে শ্রমিকদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে। মনোজবাবু বলেন, ‘‘কয়েকশো শ্রমিক কাজ পাচ্ছেন না। তার উপর মিথ্যা মামলা করা হচ্ছে। পুলিশ আশ্বাস দিয়েছে, চটকল কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jute mill Agitation INTTUC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE