জয়শ্রী টেক্সটাইলস-এর যাবতীয় সমস্যা মেটাতে এক মাস সময় দিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক।
সোমবার বিকেলে রিষড়ায় আদিত্য বিড়লা গোষ্ঠীর ওই কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন শ্রমমন্ত্রী। প্রশাসন সূত্রের খবর, দু’পক্ষের কথা শুনে মন্ত্রী জানিয়ে দেন, বেতন সংক্রান্ত সমস্যার সমাধানসূত্র বের করা হবে। সাসপেন্ড হওয়া ৯ জন শ্রমিকের ব্যাপারে তদন্তও আগামী ১৯ জুনের মধ্যে শেষ করতে হবে। ২০ জুন মন্ত্রীর উপস্থিতিতে পরবর্তী বৈঠক হবে। সেখানেই রফাসূত্র নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে। বৈঠকের পরে শ্রীরামপুরের উপ-শ্রম কমিশনার (ডিএলসি) পার্থপ্রতিম চক্রবর্তী পার্থপ্রতিমবাবু বলেন, ‘‘আশা করছি, বেতন সমস্যার সমাধান আগামী দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে।’’
দৈনিক ৬ টাকা বেতন বাড়ানোর দাবিতে কারখানায় মঙ্গলবার দুপুর থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। কর্তৃপক্ষ দাবি না মানায় বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে কারখানা চত্ত্বর। ২৪ জন শ্রমিককে সাসপেন্ড করেন কর্তৃপক্ষ। প্রশাসনের হস্তক্ষেপে সাসপেন্ড হওয়া শ্রমিকরা সহকর্মীদের কাজে যোগ দেওয়ার আর্জি জানালে শনিবার পরিস্থিতি স্বাভাবিক হয়।
কারখানার সিটু নেতা, রিষড়ার প্রাক্তন পুরপ্রধান দিলীপ সরকারের অভিযোগ, ‘‘ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে কিছু ঠিকাদার এবং তৃণমূল নেতার মদতে গোলমাল হয়েছে। তাঁরাই এখন এমন ভাব দেখাচ্ছেন যেন, ওঁদের জন্যই সমাধান হল।’’ তিনি যোগ করেন, ‘‘মন্ত্রীর বৈঠকে শ্রমিক সংগঠনগুলির দাবি মান্যতা পেয়েছে। প্রতিশ্রুতি রক্ষা হলে শ্রমিকদের মঙ্গল।’’ আইএনটিটিইউসি নেতা অন্বয় চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‘সিপিএমের হাতে রিষড়ায় শিল্পের সর্বনাশ হয়েছে, সে কথা অজানা নয়। বর্তমান রাজ্য সরকার শ্রমিকদের পাশে থাকায় শ্রমিকরা
ভরসা পেলেন।’’
মলয়বাবু ছাড়াও বৈঠকে ছিলেন রাজ্যের যুগ্ম শ্রম কমিশনার শর্মিলা খাটুয়া, শ্রীরামপুরের উপ শ্রম কমিশনার (ডিএলসি) পার্থপ্রতিম চক্রবর্তী, কারখানার কর্তৃপক্ষের তরফে সিইও সাত্যকি ঘোষ প্রমুখ।