অতিরিক্ত পণের দাবিতে এক বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে হুগলির তারকেশ্বরের সাহাপুরে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম শম্পা ঘোষ (২৬)। স্বামী সৌমেন্দ্রনাথ ঘোষ, শ্বশুর তপন ঘোষ-সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবার। পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে। অভিযুক্তের তালিকায় রয়েছেন বধূর নন্দাই তথা তারকেশ্বরের ব্লক তৃণমূল সভাপতি কেশব ঘোষ। এই ঘটনায় দলের ব্লক সভাপতি জড়িয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছে দল। তারকেশ্বরের পুরপ্রধান তৃণমূলের স্বপন সামন্ত বলেন, “এটা বিচারাধীন বিষয়। এই ঘটনায় দল অস্বস্তিতে পড়েছে।” ফোন বন্ধ থাকায় কেশববাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দুই আগে পুরশুড়া মারকুন্ডা গ্রামের বাসিন্দা শম্পার সঙ্গে গাড়ি ব্যবসায়ী সৌমেন্দ্রনাথের বিয়ে হয়। তাঁদের পুত্র সন্তান রয়েছে। বধূর পরিবারের অভিযোগ, বিয়ের সময় পাত্রপক্ষের দাবি মতো পণ দেওয়া হয়েছিল। তার পরেও টাকার দাবি করতেন জামাই। শম্পাদেবীর উপরে শারীরিক এবং মানসিক অত্যাচার চলত।