Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জুয়ার আড্ডায় বচসার জেরে খুন

বাড়ির পাশে শৌচাগারের সামনে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বলাগড়ের দক্ষিণ গোপালপুর সেন্টার মাঠ এলাকায় বৃহস্পতিবার সকালের ঘটনা। পুলিশ জানায় মৃতের নাম নির্মল বিশ্বাস (৪৮)। মৃতদেহ ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। নির্মলবাবুর পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
বলাগড় শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৬ ০১:৪৬
Share: Save:

বাড়ির পাশে শৌচাগারের সামনে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বলাগড়ের দক্ষিণ গোপালপুর সেন্টার মাঠ এলাকায় বৃহস্পতিবার সকালের ঘটনা। পুলিশ জানায় মৃতের নাম নির্মল বিশ্বাস (৪৮)। মৃতদেহ ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। নির্মলবাবুর পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের এক পদস্থ কর্তা জানান, ঘটনায় জড়িত অভিযোগে পূর্ণ বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ গোপালপুর সেন্টার মাঠ এলাকার বাসিন্দা নির্মলবাবু স্ত্রী-কন্যাকে নিয়ে কর্মসূত্রে আগে দিল্লিতে থাকতেন। কয়েক বছর আগে সেখান থেকে বলাগড়ে পৈত্রিক বাড়িতে ফিরে আসেন। তবে বর্তমানে স্ত্রী ও কন্যার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না। বলাগড়ের বাড়িতে তিনি একাই থাকতেন। প্রতিবেশীদের সঙ্গে সদ্ব্যবহার থাকলেও তাঁদের অভিযোগ নির্মলবাবু বাড়িতে বহিরাগতদের নিয়ে প্রায়ই জুয়ার আসর বসাতেন।

এ দিন সকালে প্রতিবেশীরা নির্মলবাবুর বাড়ির পাশে শৌচাগারের সামনে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, নির্মলবাবুর গলায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। জুয়ার আসরে বচসার জেরে ঘরের মধ্যে শ্বাসরোধ করে খুন করা হয় নির্মলবাবুকে। পরে দেহ শৌচাগারের সামনে ফেলে পালিয়ে যায় আততায়ীরা।

নির্মলবাবুর ভাইপো বিপুল বিশ্বাস বলেন, ‘‘কাছকাছি বাড়িতে থাকলেও কাকার সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। কাকা বাড়িতে একাই থাকতেন। কাজকর্ম বিশেষ কিছু করতেন না। বিকেলের পর বাড়িতে বাইরের কিছু লোকজন আসত। মাঝেমধ্যে কাকার ঘর থেকে চিৎকার-চেঁচামেচির শোনা যেত। তবে কী কারণে উনি খুন হলেন বুঝতে পার‌ছি না।’’

জমি বিলি। নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে সিরাজবাটি পঞ্চায়েতের ভূমিহীন ১০টি পরিবারকে জমি দেওয়া হয়েছে। আমতা ১ ব্লকের উদ্যোগে সম্প্রতি ওই ভূমিহীন পরিবারগুলির হাতে জমির কাগজপত্র তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন বিডিও সুনীতি কুমার গুছাইত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gambling Murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE