Advertisement
২২ সেপ্টেম্বর ২০২৩

অ্যাথলেটিক্সে সেরা গোপাল, বুল্টি

রবিবাসরীয় সকাল থেকে শ্রীরামপুর স্টেডিয়ামের মাঠ জুড়ে দাপিয়ে বেড়ালেন এক ঝাঁক ছেলেমেয়ে। উপলক্ষ্য— শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থার ৬৮ তম বার্ষিক ক্রী়ড়ানুষ্ঠান। সংস্কারের জন্য বছর দু’য়েক ধরে মাঠটি বন্ধ ছিল।

লংজাম্প।

লংজাম্প।

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৬ ০১:৪৫
Share: Save:

রবিবাসরীয় সকাল থেকে শ্রীরামপুর স্টেডিয়ামের মাঠ জুড়ে দাপিয়ে বেড়ালেন এক ঝাঁক ছেলেমেয়ে। উপলক্ষ্য— শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থার ৬৮ তম বার্ষিক ক্রী়ড়ানুষ্ঠান। সংস্কারের জন্য বছর দু’য়েক ধরে মাঠটি বন্ধ ছিল। সম্প্রতি মাঠ খুলে দেওয়া হয়েছে। এ দিন মহকুমা ক্রীড়া সংস্থার অন্তর্গত ৩৪টি ক্লাবের তিন শতাধিক ছেলেমেয়ে বিভিন্ন ইভেন্টে যোগদান করেন। সংস্থার কর্মকর্তা তরুণ মিত্র পতাকা তুলে খেলার উদ্বোধন করেন। ১০০, ২০০, ৪০০, ৮০০ এবং ১৫০০ মিটার দৌড়, লংজাম্প, ট্রিপল জাম্প, শর্টপাট, ডিসকাস, রিলে রেস (৪x১০০ মিটার) ইভেন্ট ছিল। দলগত চ্যাম্পিয়ন হয় জগন্নাথ স্পোর্টিং। তাদের ঝুলিতে ১৫০ পয়েন্ট। তাদের থেকে ৭ পয়েন্ট কম পেয়ে রানার্স হয়েছে শ্রীরামপুর স্পোর্টিং। ছেলেদের ব্যক্তিগত সেরা হন চ্যাম্পিয়ন দলের গোপাল রায়। তাঁর সংগৃহীত পয়েন্ট ২১। ওই ক্লাবেরই বুল্টি সাঁতরা মেয়েদের ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন ১১ পয়েন্ট পেয়ে। গত মরসুমের ফুটবল, ক্রিকেট এবং হকিতে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এ দিন। মাঠে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পুরপ্রধান তথা ক্রীড়া সংস্থার কর্তা অমিয় মুখোপাধ্যায়, আইসি নন্দদুলাল ঘোষ প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE