Advertisement
১৯ মে ২০২৪

ডোমজুড়ে, শ্যামপুরে সিপিএমের উপরে হামলা, অভিযুক্ত তৃণমূল

নির্বাচনের তহবিল সংগ্রহ করতে গিয়ে মার খেলেন সিপিএমের স্থানীয় নেতারা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের কোলড়া গ্রামে। এদিনই সিপিএমের এক সমর্থকের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে শ্যামপুরের বালিজাতুরি মাঝিপাড়ায়।

নিজস্ব সংবাদদাতা
ডোমজুড় শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ০১:২০
Share: Save:

নির্বাচনের তহবিল সংগ্রহ করতে গিয়ে মার খেলেন সিপিএমের স্থানীয় নেতারা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের কোলড়া গ্রামে। এদিনই সিপিএমের এক সমর্থকের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে শ্যামপুরের বালিজাতুরি মাঝিপাড়ায়। দুটি ক্ষেত্রেই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এদিন বেলা ১০টা নাগাদ সাঁকরাইল বিধানসভাকেন্দ্রের দলীয় প্রার্থীর হয়ে তহবিল সংগ্রহ করতে বেরিয়েছিলেন সিপিএম নেতা স্বরূপ শিট-সহ কয়েকজন নেতা কর্মী। তাঁদের অভিযোগ, কোলড়ার নুনেমাদায় এলে তৃণমূলের কয়েকজন কর্মী-সমর্থক তাঁদের বলেন চাঁদা তোলা যাবে না। তারপরেই তাঁদের মেরে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে বালিজাতুরি মাঝিপাড়ায় একজন সিপিএম সমর্থকের বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। দুটি ঘটনাতেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ডোমজুড় থানা সূত্রে খবর, মারধরের অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে। তবে শ্যামপুর থানার পুলিশ জানিয়েছে কোনও অভিযোগ জমা পড়েনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cpm election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE