স্নাতক স্তরে পড়াশোনার সঙ্গেই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে চান পড়ুয়ারা। কিন্তু কী ভাবে শুরু করবেন, তা নিয়ে সংশয়ও থাকে তাঁদের মধ্যে। কোন বই থেকে কতটা পড়বেন, কেমন করে প্রশ্নের উত্তর দেবেন, তা নিয়ে ভাবনার অন্ত থাকে না। এই সমস্ত বিষয়ে সাহায্য করতে এগিয়ে এসেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নেট সেট কোচিং অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিং-এর তরফে ২০২৬-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিশেষ ক্লাস করানো হবে। এই ক্লাসের মাধ্যমে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) এবং স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)—এর মতো পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন আগ্রহীরা।
আরও পড়ুন:
যে কোনও বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারা এই ক্লাসে ভর্তি হতে পারবেন। ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা ওই ক্লাসে সাধারণ পত্র এবং বিষয়ভিত্তিক পত্র পড়ানো হবে। ভর্তি হতে সরাসরি বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগে এসে কিংবা অনলাইনে ফর্ম পূরণ করে আবেদন জানানো প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ে এসে কিংবা বাড়িতে বসেই প্রতি সপ্তাহের শনিবার এবং রবিবার ক্লাস করার সুযোগ পাবেন পড়ুয়ারা। আবেদনের জন্য ১২ ডিসেম্বর, ২০২৫ থেকে ৯ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত সুযোগ থাকছে। এনরোলমেন্ট ফি হিসাবে ২,০০০ টাকা ধার্য করা হয়েছে।
২০২৫-এ নেট ৩১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, ৭ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত চলবে। ১৪ ডিসেম্বর আয়োজিত হতে চলেছে সেট। পরবর্তী বছরের নেট জুন এবং ডিসেম্বর মাসে নেওয়া হবে, এমনটাই সম্ভাবনা রয়েছে।