বিশ্ব ব্যাঙ্কের অর্থ সহযোগিতায় পরিকাঠামো উন্নয়নের কাজে হাওড়া জেলার মধ্যে প্রথম স্থান পেল বালি জগাছা ব্লক। গত পাঁচ বছর ধরে জেলার ১৪টি ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে বিশ্ব ব্যাঙ্কের টাকায় উন্নয়নের কাজ শুরু হয়েছিল। শুক্রবার হাওড়া জেলা পরিষদে বাৎসরিক সংসদ সভায় এই কথা ঘোষণা করা হয়।
বালি-জগাছা ব্লকের নিশ্চিন্দা, দুর্গাপুর-অভয়নগর (১), চামরাইল পঞ্চায়েত গত পাঁচ বছরে প্রায় দেড় কোটি টাকা করে অর্থ সাহায্য পেয়েছিল বিশ্ব ব্যাঙ্ক থেকে। রাস্তা সংস্কার, সংযোগকারী রাস্তা তৈরি, জলের ব্যবস্থা, সৌর বিদ্যুতের ব্যবহার, উপস্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন-সহ নানা নাগরিক পরিষেবামূলক কাজ করা হয়েছে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায়। তিনি বলেন, ‘‘তিনটি পঞ্চায়েতের মধ্যে আবার চামরাইল ১ নম্বরে রয়েছে।’’
জেলা পরিষদের সভাধিপতি করবী ধূল বলেন, ‘‘হাওড়া জেলার মধ্যে বালি-জগাছা পঞ্চায়েত সমিতিকেই নির্মল পঞ্চায়েত সমিতি হিসেবে ঘোষণা করা হবে। আগামী ১৬ অগস্ট সরকারি ভাবে তা জানানো হবে।পরিষেবাগত বিভিন্ন কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করেছে এই পঞ্চায়েত সমিতি।’’ বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পঞ্চায়েত সমিতি থেকে পঞ্চায়েত প্রধান সকলকেই নির্দেশ দেওয়া হয়েছে, নাগরিক পরিষেবামূলক কিংবা উন্নয়নের কাজে কোনও খামতি মেনে নেওয়া হবে না। সকলে সেই কথা শুনেছেন বলেই আজ সবার সেরা হতে পেরেছে।’’