Advertisement
১৮ মে ২০২৪

জাতীয় ক্যারাটেতে ১১টি পদক রাজ্যের

চতুর্থ জাতীয় ট্যাঙ্গ সু-ডু (কোরিয়ান মার্শাল আর্ট) চ্যাম্পিয়নশিপে ১১টি পদক পেল পশ্চিমবঙ্গ। ২৪-২৬ অক্টোবর গোয়ার নেহরু স্টেডিয়ামে আয়োজিত ওই প্রতিযোগিতায় দেশের ১৯টি রাজ্যের প্রায় সাড়ে ন’শো প্রতিযোগী যোগ দেন।

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ০১:২৫
Share: Save:

চতুর্থ জাতীয় ট্যাঙ্গ সু-ডু (কোরিয়ান মার্শাল আর্ট) চ্যাম্পিয়নশিপে ১১টি পদক পেল পশ্চিমবঙ্গ। ২৪-২৬ অক্টোবর গোয়ার নেহরু স্টেডিয়ামে আয়োজিত ওই প্রতিযোগিতায় দেশের ১৯টি রাজ্যের প্রায় সাড়ে ন’শো প্রতিযোগী যোগ দেন।

এ রাজ্য থেকে প্রতিযোগী ছিলেন ১৫ জন। এর মধ্যে হুগলির ৮ জন, বর্ধমানের ৩ জন এবং পশ্চিম মেদিনীপুরের ৪ জন। রাজ্যের ঝুলিতে আসে ২টি সোনা, একটি রুপো এবং ৮টি ব্রোঞ্জ। পশ্চিমবঙ্গ দলের কোচ রিপনচন্দ্র শীল জানান, হুগলির শীর্ষেন্দু দাস ৮০ কেজি বিভাগে সো‌না এবং গ্রুপ ফাইটিং বিভাগে ব্রোঞ্জ জেতেন। পশ্চিম মেদিনীপুরের অভিজিৎ রায়চৌধুরী ৬৫ কেজি বিভাগে সোনা এবং দলগত ইভেন্টে ব্রোঞ্জ পান। হুগলির রোহন চৌধুরী বোর্ড ব্রেকিংয়ে রুপো জেতেন। এই জেলার নবীনকুমার রাম দু’টি এবং কৌশিক ঘোষ, সুনীতি বৈষ্ণব ও বিশাল সিংহ একটি করে ব্রোঞ্জ পদক পান। পশ্চিম মেদিনীপুরের জয়দেব মাহাতো একটি ব্রোঞ্জ পান। রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি পদক পায় দি‌ল্লি (১০২টি)। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে শেষ করে যথাক্রমে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ। পশ্চিমবঙ্গের স্থান সপ্তম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bengal National karate competition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE