নির্বাচন কমিশনের নির্দেশমতো বাড়তি একদিন মনোয়নপত্র জমা নেওয়ার জন্য মঙ্গলবার প্রস্তুতি সারাই ছিল বিডিওর। বেলা ১১টা থেকে মনোনয়নপত্র জমা শুরুর কথা। তার কিছু আগেই জেলাশাসকের কাছ থেকে নির্দেশ এল, মনোনয়ন জমা নেওয়া হবে না। ততক্ষণে বিডিও অফিসে মনোনয়নপত্র পেশ করবেন বলে হাজির হয়ে গিয়েছেন জনা চারেক প্রার্থী। বিডিও তাঁদের জানিয়ে দিলেন মনোনয়ন জমা নেওয়া হবে না। হতাশ হয়ে ফিরে গেলেন তাঁরা।
বিজেপির আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরেই হাইকোর্ট অবশ্য নির্দেশ দিয়েছিল, এ দিনও মনোনয়ন নেওয়া যাবে। কিন্তু ততক্ষণে সকলেই ফিরে গিয়েছেন। এমনকি অনেক প্রার্থীর দাবি, তাঁরা বিষয়টি জানতেই পারেননি। এমনই ছবি হাওড়ার।
মঙ্গলবার মনোনয়ন জমা নেওয়ার অতিরিক্ত দিন হিসেবে সব প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছিল জেলার বিডিও অফিসগুলিতে। হাওড়া সদর এবং উলুবেড়িয়া—এই দুই মহকুমাশাসকের দফতরেও সংশ্লিষ্ট বিডিওরা নিজেদের প্রতিনিধি পাঠিয়ে দেন। বিডিও অফিসের গেটগুলিতে মোতায়েন করা হয়েছিল ত্রিস্তর নিরাপত্তা ব্যবস্থা। মনোনয়ন জমা নেওয়া হবে না এ কথা জানাজানি হওয়ার পর থেকেই সব প্রস্তুতি তুলে নেওয়া হয়। ফিরিয়ে দেওয়া হয় পুলিশকে। আজ, বুধবার থেকে মনোনয়নপত্রগুলি পরীক্ষা শুরু হবে।