Advertisement
২৩ এপ্রিল ২০২৪

গ্রাম ‘দত্তক’ নিল ব্যাঙ্ক

হাওড়ার বাগনানের খাদিনান গ্রামকে ‘দত্তক’ নিল ব্যাঙ্ক অফ বরোদা। মঙ্গলবার খাদিনান প্রাথমিক স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে একথা ঘোষণা করেন ব্যাঙ্কের উপ-আঞ্চলিক অধিকর্তা দীনেশ কুমার অধিকর্তা।

নিজস্ব সংবাদদাতা
বাগনান শেষ আপডেট: ১৯ মে ২০১৬ ০২:২১
Share: Save:

হাওড়ার বাগনানের খাদিনান গ্রামকে ‘দত্তক’ নিল ব্যাঙ্ক অফ বরোদা। মঙ্গলবার খাদিনান প্রাথমিক স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে একথা ঘোষণা করেন ব্যাঙ্কের উপ-আঞ্চলিক অধিকর্তা দীনেশ কুমার অধিকর্তা। তিনি জানান, প্রতিটি গ্রামবাসীর যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তা সুনিশ্চিত করা হবে। এছাড়া স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজকর্মের নিয়মিত মূল্যায়ন করে তাদের ঋণ দেওয়ার ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে। আগামী পাঁচ বছর ধরে বেশ কিছু উন্নয়নমূলক কাজের মাধ্যমে গ্রামটিকে ‘আদর্শ গ্রাম’ হিসাবে গড়ে তোলা হবে বলেও দীনেশবাবু জানান। অনুষ্ঠানে অনেক গ্রামবাসী হাজির ছিলেন। তাঁদের মধ্যে ফরিদুল খান, হানুফা বেগমেরা বলেন, ‘‘আমরা ব্যাঙ্কের এই উদ্যোগে খুশি।’’ অন্যদের মধ্যে হাজির ছিলেন ব্যাঙ্কের পদস্থ দুই আধিকারিক সঞ্জয় প্রধান ও প্রদীপকুমার সরকার এবং এই গ্রামে ব্যাঙ্কের প্রতিনিধি গোপাল বর্মন প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bank of Baroda Adopts village
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE