Advertisement
E-Paper

টুকরো খবর

মশা মারতে এ বার কামান কিনল হাওড়া পুরসভা। হাওড়ায় মশার উৎপাত নতুন কোনও তথ্য নয়। প্রতি বছর মশার কামড়ে শহরে ম্যালেরিয়া ও ডেঙ্গির প্রকোপও নিয়ম করে বাড়ে। তা সত্ত্বেও গত ৩০ বছর ধরে বামফ্রন্ট পুরবোর্ডের দখলে থাকা হাওড়া পুরসভার মশা মারার নিজস্ব কোনও ধোঁয়া ছাড়ার মেশিন ছিল না।

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৪ ০০:৩৬

মশা মারতে কামান হাওড়ায়

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

মশা মারতে এ বার কামান কিনল হাওড়া পুরসভা। হাওড়ায় মশার উৎপাত নতুন কোনও তথ্য নয়। প্রতি বছর মশার কামড়ে শহরে ম্যালেরিয়া ও ডেঙ্গির প্রকোপও নিয়ম করে বাড়ে। তা সত্ত্বেও গত ৩০ বছর ধরে বামফ্রন্ট পুরবোর্ডের দখলে থাকা হাওড়া পুরসভার মশা মারার নিজস্ব কোনও ধোঁয়া ছাড়ার মেশিন ছিল না। পুরবোর্ডে তৃণমূল ক্ষমতায় আসার আট মাসের মাথায় এই ধরনের ১০টি কামান কিনল পুরসভা। মঙ্গলবার ৪ নম্বর বরোর পাশে হরিজন বস্তিতে ধোঁয়া ছেড়ে কামানগুলির উদ্বোধন করেন হাওড়া পুরসভার মেয়র রথীন চক্রবর্তী। পরে মেয়র জানান, প্রথম পর্যায়ে মশা মারার জন্য ৯টি ধোঁয়া ছাড়ার মেশিন ও লার্ভা বিনষ্ট করার জন্য একটি স্প্রে মেশিন কেনা হয়েছে। এখন থেকে পাড়ায় পাড়ায় গিয়ে ওই কামান থেকে ধোঁয়া ছাড়া হবে। ভবিষ্যতে এই মেশিনের সংখ্যা বাড়ানো হতে পারে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১০টি মশা মারার মেশিনের জন্য খরচ পড়েছে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা।

যৌন নির্যাতন, গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

এক শিশুকন্যার উপরে যৌন নির্যাতনের অভিযোগে এক দোকানদারকে গ্রেফতার করল পুলিশ। সোমবার, হাওড়া থানা এলাকার আশু বসু লেনে। পুলিশ জানায়, ধৃতের নাম রামজি সিংহ চহ্বাণ (৩৫)। পুলিশ সূত্রে খবর, একটি মনোহারি দোকানের মালিক রামজি লজেন্স খাওয়ার লোভ দেখিয়ে বছর পাঁচেকের ওই শিশুকন্যাকে দোকানের ভিতরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়ি গেলে বাড়ির লোকজন তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করেন। শিশুটির কাছে ঘটনাটি জানার পরে শিশুটির বাবা রামজির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই রামজিকে গ্রেফতার করে।

বাজ পড়ে মৃত্যু উলুবেড়িয়ায়

ধান রুইতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটের সময় উলুবেড়িয়া থানার মৌদেশিয়া পূর্বপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সনৎ দাস (৪০)। তিনি ওই এলাকারই বাসিন্দা। এদিন দুপুর দেড়টা নাগাদ সনৎবাবু মাঠে ধান রুইতে গিয়েছিলেন। সেই সময় বাজ পড়ে মৃত্যু হয় তাঁর। স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

ছাগল চরাতে গিয়ে কুয়োয় পড়ে মৃত

বাগানে ছাগল চড়াতে গিয়ে পাতকুয়োয় পড়ে মারা গেলেন এক যুবক। পুলিশ সূত্রে খবর, শ্যামল কোলে (৩০) নামে ওই যুবক সোমবার বিকেল পাঁচটা নাগাদ ধুলোগড়ির সাঁকোতলায় একটি বাগানে ছাগল চরাতে আসেন। বাগানে একটি কুয়োয় আচমকাই সঙ্গের ছাগলটি পড়ে যায়। তাকে উদ্ধার করতে নেমে তিনিও তলিয়ে যান। পরে তাঁর দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দলের লোকজন।

লগ্নিসংস্থার মালিক ধৃত ডোমজুড়ে

অর্থলগ্নি সংস্থার এক মালিককে সোমবার রাতে গ্রেফতার করল হাওড়ার ডোমজুড় থানার পুলিশ। ধৃতের নাম মোরশেদ মির। বাড়ি আমতা থানার মৈনান গ্রামে। একটি অর্থলগ্নি সংস্থা চালাচ্ছিলেন মোরশেদ। কিন্তু গ্রাহকদের টাকা ফেরত না দেওয়ায় আমতা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে।

সঙ্গীত কর্মশালা

অতুলপ্রসাদ রায়, রজনীকান্ত সেন এবং দ্বিজেন্দ্রলাল রায়ের গানের উপর তিন দিনের সঙ্গীত কর্মশালার সূচনা হল আরামবাগে। পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে রজনীকান্তের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই কর্মশালার আয়োজন হয়।

southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy