Advertisement
E-Paper

টুকরো খবর

আমতা গণধর্ষণ-কাণ্ডে অভিযুক্ত ১০ জনের বিরুদ্ধে চার্জগঠন হল আমতা আদালতে। অভিযুক্ত তৃণমূল নেতা বরুণ মাখাল এবং রঞ্জিত মণ্ডল-সহ ৯ জনকে বৃহস্পতিবার ওই আদালতের বিচারক শ্যামল রায়চৌধুরীর এজলাসে হাজির করানো হয়।

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৪ ০২:১৩

চার্জ গঠন করা হল আমতা গণধর্ষণ কাণ্ডের

নিজস্ব সংবাদদাতা • আমতা

আমতা গণধর্ষণ-কাণ্ডে অভিযুক্ত ১০ জনের বিরুদ্ধে চার্জগঠন হল আমতা আদালতে। অভিযুক্ত তৃণমূল নেতা বরুণ মাখাল এবং রঞ্জিত মণ্ডল-সহ ৯ জনকে বৃহস্পতিবার ওই আদালতের বিচারক শ্যামল রায়চৌধুরীর এজলাসে হাজির করানো হয়। সেখানেই সরকারি আইনজীবী নন্দলাল হাজরা অভিযুক্তদের বিরুদ্ধে চার্জগঠনের কথা জানান। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, ডাকাতি, মারধর, গালিগালাজ-সহ ছ’টি ধারায় মামলা রুজু করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি রাতে মুক্তিরচক গ্রামে এক গৃহবধূ এবং তাঁর জেঠশাশুড়িকে গণধর্ষণ করে বাড়িতে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। ওই ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ তৃণমূল নেতা বরুণ মাখাল এবং রঞ্জিত মণ্ডল-সহ ৯ জনকে গ্রেফতার করে। এক জন এখনও পলাতক। এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ অভিযুক্তদের বিচারকের এজলাসে হাজির করানো হয়। অভিযুক্ত তৃণমূল কর্মী বরুণ মাখাল, রঞ্জিত মণ্ডল-সহ ১০ জনের বিরুদ্ধে ও ভীতি প্রদর্শন-সহ ছ’টি ধারায় মামলা রুজু করা হয়েছে। সরকারি আইনজীবী নন্দলাল হাজরা অভিযুক্তদের বিরুদ্ধে আদালতের আনা অভিযোগগুলি শুনিয়ে দেন। তবে, বিচারক শ্যামল রায়চৌধুরী পরবর্তী শুনানির দিন ঘোষণা করেননি। অভিযুক্তদের পক্ষের আইনজীবী বিমল রক্ষিত এ দিন চার্জ গঠনের বিরোধিতা করেন। তিনি বলেন, “অভিযোগকারী এবং অভিযুক্তদের বক্তব্যের অডিও-ভিস্যুয়াল রেকর্ডিং, ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট, ডিএনএ পরীক্ষার রিপোর্ট-সহ বেশ কিছু রিপোর্ট এখনও হাতে আসেনি।” তিনি দাবি করেন, মামলার অনেক তথ্যপ্রমাণ এখনও জমা পড়েনি। সেগুলি জমা পড়ার পরেই চার্জগঠন করা হোক।

স্ত্রীকে খুনে গ্রেফতার স্বামী

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সমীর সূত্রধর। বৃহস্পতিবার তাকে কাটোয়া আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানায়, বুধবার দুপুরে মঙ্গলকোটের খুদরুন গ্রামে শ্বশুরবাড়ির উঠোন থেকে শ্রাবণী সূত্রধরের (২৪) দেহ মেলে। সেই রাতেই মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেন মৃতার বাবা সুব্রত পাল। তাঁর অভিযোগ, বছর পাঁচেক আগে সমীরের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁর মেয়ের উপর শ্বশুরবাড়ির লোকজন নানা ভাবে অত্যাচার করত।

দেবযানীর ফের জেল হেফাজত

আরামবাগ আদালতে দেবযানী। ছবি: মোহন দাস।

ফের ১৪ দিনের জেল-হেফাজত হল সারদা-কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের। প্রতারণার একটি মামলায় বৃহস্পতিবার দুপুরে আরামবাগ আদালতে হাজির করানো হয়দেবযানীকে। মাস দুয়েক আগে এই মামলায় তিনি দশ হাজার টাকা বন্ডের শর্তে জামিন পেয়েছিলেন। কিন্তু সেই টাকা তিনি দাখিল করতে পারেননি। ফলে, জামিন কার্যকর হয়নি। এ দিন ওই আদালতের জেলা দায়রা বিচারক শ্রীময়ী কুণ্ডুু তাকে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন। দেবযানীর আইনজীবী সংগ্রাম সরকার বলেন, “আগামী দু’দিনের মধ্যে টাকার ব্যবস্থা করা হচ্ছে।”

মহিলাদের জন্য বিশেষ হেল্প লাইন

মহিলাদের উপরে অপরাধ রুখতে হুগলি জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ হেল্প-লাইন চালু হল বৃহস্পতিবার থেকে। পুলিশ সুপার সুনীল চৌধুরী জানান, দিনের ২৪ ঘণ্টাই চালু থাকবে হেল্প-লাইন। মহিলাদের উপরে অপরাধ রুখতে এই ব্যবস্থা। তাঁরা সমস্যায় পড়লে বা পরামর্শের প্রয়োজন হলে ৯৮৩১৩৩৩৬৬৬ নম্বরে ফোন করতে পারবেন।

প্রৌঢ়ের দেহ উদ্ধার

পুকুর থেকে প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় আরামবাগের উত্তর বাদলকোনার বাসিন্দা শঙ্কর হেমব্রম (৬০) নামে ওই প্রৌঢ়ের দেহ মেলে তাঁর বাড়ি সংলগ্ন পুকুর থেকে। পুলিশের অনুমান, তিনি পুকুরে নেমে মৃগীরোগে আক্রান্ত হয়ে হয়ে মারা গিয়েছেন।

মিড ডে’র চাল চুরি

আরামবাগের আরাকুল প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে মিড-ডে মিলের ছ’বস্তা চাল চুরি হয়ে গেল। বুধবার রাতে ওই চুরি হয় বলে পুলিশের ধারণা। বৃহস্পতিবার সকালে স্থানীয় মানুষ স্কুলঘরের তালা ভাঙা দেখে প্রধান শিক্ষক শক্তি অধিকারীকে খবর দেন।

উলুবেড়িয়া রেজিস্ট্রি অফিসের সামনে মেদিনীপুর খালের উপরে কাঠের সেতু ভেঙে গিয়েছে।
তারপরেও প্রয়োজনের তাগিদে এমন ঝুঁকি নিয়েই পারাপার করছেন মানুষজন। ছবি: সুব্রত জানা।

একটি পরিবারে অবশ্যই দু’জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার লক্ষ্যে শুক্রবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে
‘প্রধানমন্ত্রী জন-ধন যোজনা’। সেই কারণে এ দিন উলুবেড়িয়ায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে অ্যাকাউন্ট
খোলার দীর্ঘ লাইন পড়ে (বাঁদিকে)। ডানদিকে, শ্রীরামপুরের উত্তরপাড়া ব্লকের বাঙ্গিহাটিতে একটি গ্রামীণ
ব্যাঙ্কে এক মহিলার হাতে অ্যাকাউন্ট খোলার কাগজপত্র তুলে দেওয়া হচ্ছে। —নিজস্ব চিত্র।

southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy