Advertisement
E-Paper

টুকরো খবর

গত বুধবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বাঁশদ্রোণীর নতুন বাজার এলাকার বাসিন্দা গৌতম সাহা (৪৪)। বৃহস্পতিবার তাঁর দেহ মিলল প্রায় ১০০ কিলোমিটার দূরে হুগলির খানাকুলের শাবলসিংহপুর গ্রাম সংলগ্ন একটি খাল থেকে।

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৪ ০২:০৮

বাঁশদ্রোণীর নিখোঁজ ব্যবসায়ীর দেহ মিলল খানাকুলে

নিজস্ব সংবাদদাতা • খানাকুল

গত বুধবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বাঁশদ্রোণীর নতুন বাজার এলাকার বাসিন্দা গৌতম সাহা (৪৪)। বৃহস্পতিবার তাঁর দেহ মিলল প্রায় ১০০ কিলোমিটার দূরে হুগলির খানাকুলের শাবলসিংহপুর গ্রাম সংলগ্ন একটি খাল থেকে। পুলিশের অনুমান, কোনও ভাবে খালে পড়ে তিনি মারা যান। তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। তবে, কী কারণে তিনি খানাকুলে এসেছিলেন তা পুলিশের কাছে স্পষ্ট নয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। নতুন বাজারে একটি মোবাইলের দোকান চালাতেন গৌতমবাবু। দেহটি শনাক্ত করার পরে মৃতের ভাই সঞ্জীবকুমার সাহা পুলিশকে জানান, মাঝেমধ্যেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন তাঁর দাদা। আগেও বহুবার বাড়ির লোককে না বলে বেরিয়ে গিয়ে দু’চার দিন পরে ফিরেছেন। এ বারও তিনি ফিরে আসবেন, এই ভেবে তাঁরা থানায় কোনও নিখোঁজ ডায়েরি করেননি। গ্রামবাসীদের থেকে খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধারের পরে মৃতের মোবাইল ফোনের সূত্র ধরে এবং গ্রামবাসীদের সহযোগিতায় ওই রাতেই শনাক্তকরণের ব্যবস্থা করে। খানাকুলের বিভিন্ন নদী ও খাল-বিল থেকে উদ্ধার হওয়া দেহগুলির বেশির ভাগই শনাক্ত হয় না বলে অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। কিন্তু এ ক্ষেত্রে পুলিশ তাঁদের সহযোগিতা নিয়ে এবং জলে ডুবে থাকা মৃতের মোবাইল ফোনটি দ্রুত সারিয়ে শনাক্তকরণের যে উদ্যোগ দেখাল, তাতে খুশি গ্রামবাসীরা। পুলিশ অবশ্য দাবি করেছে, অজ্ঞাতপরিচয় দেহগুলির শনাক্তকরণের জন্য সব সময়েই চেষ্টা করা হয়।

গাছে গাড়ির ধাক্কা, জখম ৮

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক প্রসূতি-সহ ১০ জন। শুক্রবার বিকেলে আরামবাগের কাবলেতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধনেখালির গোপীনাথপুর থেকে গাড়িটি আরামবাগের চার মাইল এলাকায় এসেছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনা। আহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। সকলকে আরামবাগ হাসপাতালেই ভর্তি করানো হয়েছে।

আন্তঃস্কুল ফুটবলে জয়ী গোপীনাথপুর

নিজস্ব সংবাদদাতা • রামেশ্বরপুর

রামেশ্বরপুর শ্রীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত আন্তঃস্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হল গোপীনাথপুর হাইস্কুল। ফাইনালে তারা আয়োজক স্কুলকে ২-১ গোলে হারিয়ে সেরার শিরোপা জেতে। নির্দিষ্ট সময়ে ১-১ থাকার পর অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় শৈলেন টুডু। প্রথম গোলটিও তার। রামেশ্বরপুরের গোলদাতা কুশ রায়। টুর্নামেন্টের সেরা চ্যাম্পিয়ন দলের শম্ভু কিসকু। সেরা গোলকিপার রামেশ্বরপুরের সঞ্জিত বাজ। এর আগে আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে দমদমা এন এম হাইস্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রামেশ্বরপুর উচ্চবিদ্যালয়। টুর্নামেন্ট সেরা হয় এই স্কুলেরই অর্পণ দাস ও ফাইনালের সেরা তার দলেরই রাহুল টুডু।

চার বছর আগের খুনের ঘটনায় অভিযুক্ত ধৃত

চার বছর আগে পুড়শুড়ার সোদপুরে একটি খুনের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে রাউতাড়া গ্রামের বাসিন্দা আব্দুল কাদের মল্লিক নামে ওই অভিযুক্তকে তার বাড়ি থেকেই ধরা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালের মাঝামাঝি সোদপুর বাজারের ব্যবসায়ী বছর আটচল্লিশের হায়দার আলিকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। বাড়ি ফেরার পথে তিনি খুন হন। আর্থিক লেনদেনকে কেন্দ্র করে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত ছ’জনের মধ্যে পাঁচ জনকে পুলিশ ধরলেও আব্দুল এতদিন পলাতক ছিল। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। সম্প্রতি পুলিশ জানতে পারে, আব্দুল গভীর রাতে বাড়ি আসে এবং ভোরে পালায়। এর পরেই বৃহস্পতিবার বাড়ি ঢোকার সময়ে রাত ১২টা নাগাদ পুলিশ তাকে ধরে। শুক্রবার ধৃতকে আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

বিদ্যুৎ চুরি, থানায় অভিযোগ পর্ষদের

বিদ্যুৎ চুরির অভিযোগে এক ব্যক্তির বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দিল রাজ্য বিদ্যুৎ পর্ষদ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে চন্দননগর থানার নিয়োগী বাগান এলাকায়। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম দেবব্রত দে। পুলিশ ও পর্ষদ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে দেবব্রত দে নামে ওই ব্যক্তির বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ আসছিল। এ দিন পর্ষদের কর্মীরা তার বাড়িতে হানা দিয়ে মিটার বক্স সিল করে দেন। তার নামে পর্ষদের তরফে চন্দননগর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে অভিযুক্ত পলাতক। পর্ষদের ডিভিশনাল ম্যানেজার বুদ্ধদেব দত্ত বলেন, “পুজোর আগে এ ধরনের অভিযানের সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি বিদ্যুৎ চুরি করছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।”

পচানো পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে।
হুগলির চাঁপাডাঙায় দীপঙ্কর দে’র তোলা ছবি।

সিদ্ধিদাতার আরাধনা। আরামবাগে।

southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy