Advertisement
E-Paper

টুকরো খবর

পুকুর পাড় থেকে খান কুড়ি নিম এবং শিশু গাছ কেটে পাচারের চেষ্টার অভিযোগে গোঘাট-২ ব্লকের কুঁচেডহরি গ্রামের পাঁচ সক্রিয় তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতের ঘটনা। স্থানীয় তৃণমূল নেতা আতাউল হকের উদ্যোগেই গ্রামবাসীরা ওই পাঁচ জনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানায়, ধৃতদের নাম আলি হোসেন শেখ, আসরফ গায়েন, মৃণাল খান, মোজাম্মেল খান এবং সইদুল খান। তারা সকলেই রামানন্দপুর গ্রামের বাসিন্দা।

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৪ ০২:১১

গাছ কেটে পাচারের চেষ্টা, ধৃত ৫ তৃণমূল কর্মী

নিজস্ব সংবাদদাতা • গোঘাট

পুকুর পাড় থেকে খান কুড়ি নিম এবং শিশু গাছ কেটে পাচারের চেষ্টার অভিযোগে গোঘাট-২ ব্লকের কুঁচেডহরি গ্রামের পাঁচ সক্রিয় তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতের ঘটনা। স্থানীয় তৃণমূল নেতা আতাউল হকের উদ্যোগেই গ্রামবাসীরা ওই পাঁচ জনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানায়, ধৃতদের নাম আলি হোসেন শেখ, আসরফ গায়েন, মৃণাল খান, মোজাম্মেল খান এবং সইদুল খান। তারা সকলেই রামানন্দপুর গ্রামের বাসিন্দা। কোনও অনুমতি ছাড়াই তারা গাছ কেটে পাচারের চেষ্টা করছিল বলে অভিযোগ দায়ের করেছেন আতাউল। অভিযুক্তদের তালিকায় আতাউলের মেজো ভাই ফরমান হক-সহ আরও কয়েক জনের নামও রয়েছে। তারা পলাতক। এই ঘটনার জেরে ওই এলাকায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে। গোঘাট-২ পঞ্চায়েত সমিতির কৃষি-সেচ ও সমবায়ের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ আতাউল হকের অভিযোগ, দলের নেতা তথা সমিতির সভাপতি তপন মণ্ডল এবং পূর্ত কর্মাধ্যক্ষ ফরিদ খানের ইন্ধনেই ওই গাছ কাটা হচ্ছিল। অভিযোগ উড়িয়ে দিয়েছেন দুই নেতাই। তপনবাবুর দাবি, “অপরাধে ইন্ধনের প্রশ্ন নেই। গাছ চুুরির ঘটনায় যারাই যুক্ত থাক, পুলিশ ব্যবস্থা নেবে। দল কোনও প্রভাব খাটাবে না।” আতাউলের মেজো ভাই ফরমানও বলেন, “ঘটনার সঙ্গে আমার যোগ নেই। দাদা কীসের ভিত্তিতে অভিযোগ করেছেন জানি না।” দলের হুগলি জেলা সভাপতি তপন দাশগুপ্ত জানিয়েছেন, গাছ কাটার অভিযোগে দলীয় কর্মীদের গ্রেফতারের বিষয়টি খতিয়ে দেখে দল ব্যবস্থা নেবে।

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম ২

নিজস্ব সংবাদদাতা • ভদ্রেশ্বর

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হল দু’জন। শুক্রবার দুপুরে ভদ্রেশ্বরের চাঁপদানির ইসলামপাড়ার ঘটনা। মহম্মদ শাকিল এবং রুস্তম খালেক নামে ওই দু’জনকে চন্দননগর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দু’জনেই ওই এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে পুলিশ ২০টি তাজা কৌটো-বোমা, কয়েকটি কৌটো, জালকাঠি, পেড়েক-সহ কিছু বোমা তৈরির মশলা এবং পোড়া কাগজপত্র উদ্ধার করেছে। হুগলির পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, ‘‘আহতদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বোমা বাঁধার কারণ-সহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপাড়ার এক প্রৌঢ়ার বাড়ির পিছনের জঙ্গলে বসে শাকিল ও রুস্তম বোমা বাঁধছিল। আচমকাই বোমা ফেটে যায়। দু’জনেই রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাতে থাকে। রুস্তমের দু’হাতের কব্জি থেকে উড়ে যায়। ডান পায়ে গভীর ক্ষত হয়। সাকিলেরও ডান পায়ে আঘাত লাগে। ওই প্রৌঢ়াই বিস্ফোরণের আওয়াজ শুনে আশপাশের বাড়ির লোকজনকে ডাকেন। পুলিশে খবর দেওয়া হয়। বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন এসডিপিও (চন্দননগর) সৈকত ঘোষ এবং সিআই (চন্দননগর) তপন চৌবে। পুলিশই দু’জনকে হাসপাতালে নিয়ে যায়। তদন্তকারীদের অনুমান, ওই দু’জন বোমা বানিয়ে পাচার করত। অসাবধানে এ দিন ফেটে গিয়েছে। যাঁর বাড়ির পিছনে এ দিন বিস্ফোরণ হয়, সেই প্রৌঢ়া বলেন, “আমরা বাড়িতে খাওয়া-দাওয়া করে ঘুমোচ্ছিলাম। হঠাৎ বিকট আওয়াজ শুনে বাড়ির পিছনে গিয়ে দেখি ওরা দু’জন কাতরাচ্ছে। চার দিকে রক্ত।”

হেস্টিংস নিয়ে আজ ত্রিপাক্ষিক বৈঠক

নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর

আগামী সপ্তাহে নয়, রিষড়ার হেস্টিংস জুটমিলের সমস্যা মেটাতে আজ, শনিবারই ত্রিপাক্ষিক বৈঠক ডাকল রাজ্য সরকার। দুপুর ১টায় শ্রীরামপুরের ডেপুটি শ্রম কমিশনার অমল মজুমদারের দফতরে ওই বৈঠক হবে। শ্রম দফতরের পরিষদীয় সচিব তপন দাশগুপ্তের সেখানে উপস্থিত থাকার কথা। তপনবাবু বলেন, ‘‘আমরা আশাবাদী। ওই মিলে যাবতীয় সমস্যা আলোচনার টেবিলেই মিটে যাবে। ফের মসৃণ ভাবে উত্‌পাদন হবে।’’শুক্রবারও মিলে উত্‌পাদন হয়নি। শ্রমিকেরা ঢোকেননি। মিলে উদ্ভুত পরিস্থিতি নিয়ে এ দিন মালিক পক্ষ এবং শ্রমিক সংগঠনগুলির সঙ্গে আলাদা করে আলোচনা করেন ডেপুটি শ্রম কমিশনার। শ্রম দফতর সূত্রের খবর, মিল কর্তৃপক্ষের তরফে ডেপুটি সিইও শিবনারায়ণ পান এবং পার্সোনেল ম্যানেজার অরূপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। পরে ১১টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন ডেপুটি শ্রম কমিশনার। তাঁর বক্তব্য, ‘‘আলোচনা সদর্থক হয়েছে।’’ তিনটি শিফটের বদলে দু’টি শিফটে কাজ করানো নিয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তকে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্রের চেহারা নেয় মিল চত্বর। কাজ হারানোর আশঙ্কায় এবং তিনটি শিফ্টেই কাজ চালু রাখার দাবিতে শ্রমিকদের একাংশ বিক্ষোভে ফেটে পড়েন। ব্যাপক ভাঙচুর চালানো হয়। শ্রমিকদের হাতে মার খেয়ে জখম হন তিন পুলিশকর্মী। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামলায়। ১৪ জন শ্রমিককে গ্রেফতার করা হয়।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলাগড়ে

চাষের কাজ দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। শুক্রবার দুপুরে বলাগড় বাসস্ট্যান্ড এলাকার কাছে ওই দুর্ঘটনায় মৃতের নাম রবীন্দ্রনাথ প্রামাণিক (৬৫)। তিনি বলাগড়ের চাঁদরার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, রবীন্দ্রনাথবাবু বেলা ১২টা নাগাদ বাসস্ট্যান্ডের কাছে ওই জমিতে যান। কাছেই একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। তিনি দেখতে না পেয়ে তার উপর পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। বাসিন্দারা বাড়িতে খবর দেন। পুলিশ রবীন্দ্রনাথবাবুকে আমোদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

স্মারকলিপি এবিভিপি-র

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করা, শিক্ষার পরিকাঠামো উন্নয়ন-সহ নানা দাবিতে শুক্রবার দুপুরে হুগলিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি দিল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। হুগলি মোড় থেকে এবিভিপি-র কয়েকশো কর্মী-সমর্থক ঘড়ির মোড়ে আসেন। সেখানে সভা হয়। তারপরেই জেলাশাসক মনমীত নন্দার কাছে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের জেলা সম্পাদক রাজীব ঘরামি বলেন, ‘‘শিক্ষার গুণগত মান এবং পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দিক রাজ্য সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের আবহ বন্ধ হোক। সব দরিদ্রদের উচ্চ শিক্ষার দায়িত্বও রাজ্য সরকার নিক।’’

গুলিতে জখম

দুষ্কৃতীদের গুলিতে জখম যুবক। শনিবার শ্রীরামপুর থানার চাঁপসরা এলাকার ঘটনা। এক যুবক গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রের খবর, রাতে একটি অটোয় চেপে ক’জন যুবক ওই এলাকা দিয়ে যাচ্ছিল। তাদের গতিবিধি দেখে পাড়ার ছেলেদের সন্দেহ হয়। থামানোর চেষ্টা করলে যুবকেরা অটো নিয়ে পালায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ অটোটিকে ধাওয়া করেন। পুলিশের দাবি, ওই সময়ই অটো থেকে বাসিন্দাদের লক্ষ করে গুলি চালানো হয়। তাতেই এক যুবক আহত হন। এর পরে ক্ষিপ্ত বাসিন্দারা অটোর এক যুবককে ধরে ফেলেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

শুরু হল উলুবেড়িয়ার রাস মেলা

ছবি: সুব্রত জানা।

৬৩ বছরে পা দিল উলুবেড়িয়া কালীমন্দির প্রাঙ্গণের এই মেলা। মেলার আয়োজক শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা সংস্থা। সংস্থার সম্পাদক শ্রী দেবাশিস রক্ষিত বলেন, “কথিত আছে, বহু দিন আগে গঙ্গাসাগরের এক সন্ন্যাসী এই মন্দিরের পাশে থাকতে শুরু করেন। এক দিন গঙ্গায় স্নান করতে গিয়ে পাথরের রাধা-কৃষ্ণের যুগল মূর্তি পান। তার পর থেকেই এখানে রাস উৎসব শুরু হয়।” তিনি আরও জানান, এই উৎসব থেকে প্রায় সাত লক্ষ টাকা আয় হয়। সেই অর্থ দিয়েই সারা বছর মন্দিরের রক্ষণাবেক্ষণ চলে। আশপাশের জেলা থেকেই প্রচুর মানুষ এই রাস উৎসব দেখতে আসেন।

রাস্তার ধারে বেআইনি পার্কিংয়ের কারণে গত রবিবার দুগার্পুর এক্সপ্রেসওয়েতে এক দুর্ঘটনায় মৃত্যু
হয় তিন মহিলার। কিন্তু তার পরেও যে বেআইনি পার্কিং নিয়ে পুলিশ-প্রশাসনের টনক নড়েনি
ফের তার প্রমাণ পাওয়া গেল। উলবেড়িয়ার কাছে মুম্বই রোডের উপরে এ ভাবেই
চলেছে গাড়ি পার্কিং। ছবি তুলেছেন সুব্রত জানা।

নেই পাকা জেটি। উলুবেড়িয়ার কাজিয়াখালি ঘাটে এ ভাবেই
ঝুঁকি নিয়ে চলে পারাপার। ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy