আফগানিস্তানের ক্রিকেট এক সময় গোটা বিশ্ব চিনেছিল তাঁর সূত্র ধরেই। সেই শাপুর জ়াদরান সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। এই খবর জানিয়েছেন তাঁর ভাই ঘামাই। তার পরেই গোটা বিশ্ব থেকে শুভেচ্ছা কামনা করে বার্তা ভেসে এসেছে।
৩৮ বছর বয়সী জ়াদরানের অবস্থা ভাল নয় বলে জানিয়েছেন ঘামাই। সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি জানিয়েছেন, জ়াদরানের শ্বেত রক্তকণিকা অনেকটাই কমে গিয়েছে। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গও ঠিক করে কাজ করছে না। যত সময় যাচ্ছে ততই পরিস্থিতি জটিল হচ্ছে। তবে এখনও কোনও পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশিত হয়নি।
জ়াদরানের শারীরিক অবস্থার কথা ছড়িয়ে পড়তেই প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটারেরা উদ্বেগ প্রকাশ করেছেন। সকলের আগে পোস্ট করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ। সেখান থেকে বাকিরাও শুভেচ্ছা কামনা করে বার্তা পোস্ট করতে থাকেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৯ সালে অভিষেক হয় জ়াদরানের। সেই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছিল আফগানিস্তান। প্রায় এক দশক ব্যপী ক্রিকেটজীবনে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জ়াদরান। তার মধ্যে ৪৪টি এক দিনের ম্যাচ এবং ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ। এক দিনের ক্রিকেটে ৪৩টি এবং টি-টোয়েন্টিতে ৩৭টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন:
২০১৫-য় প্রথম বার বিশ্বকাপে কোনও ম্যাচ জেতে আফগানিস্তান। সেই ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছিলেন জ়াদরান। দলের জয়ের রানও আসে তাঁর ব্যাট থেকেই। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে সেটি এক উল্লেখযোগ্য অধ্যায়।