Advertisement
E-Paper

টুকরো খবর

বিয়ের তিন মাসের মধ্যেই বাড়তি পণের দাবিতে বধূকে খুন করে তাঁর দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী এবং স্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। সোমবার রাতে শ্রীরামপুরের নেতাজি সুভাষ অ্যাভেনিউর বাসিন্দা অন্বিতা মিত্র (২৯) নামে ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৪ ০১:১২

বধূকে খুনের অভিযোগে ধৃত স্বামী, শ্বশুর-শাশুড়ি
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর

বিয়ের তিন মাসের মধ্যেই বাড়তি পণের দাবিতে বধূকে খুন করে তাঁর দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী এবং স্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। সোমবার রাতে শ্রীরামপুরের নেতাজি সুভাষ অ্যাভেনিউর বাসিন্দা অন্বিতা মিত্র (২৯) নামে ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় তাঁর স্বামী সুদীপ, শ্বশুর সনত্‌ এবং শাশুড়ি শিপ্রা মিত্রকে। পুলিশ জানিয়েছে, যে ঘরে ওই বধূর দেহটি ঝুলছিল, সেখান থেকে একটি সুইসাইড নোট মিলেছে। অন্বিতার দিদির উদ্দেশে ওই নোটে লেখা আছে, অত্যাচারের কারণে তিনি তিনি সংসার করতে পারলেন না। ঘরের কিছু নির্দিষ্ট জায়গায় সোনার গয়না রাখা আছে জানিয়ে সে সব ভাগ্নিদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করার কথাও লেখা আছে। তদন্তকারী এক অফিসার বলেন, “মৃতার পরিবারের লিখিত অভিযোগ অনুযায়ী মামলা রুজু হয়েছে। সুইসাইড নোটের সহ্গে মৃতার হাতের লেখা মিলিয়ে দেখা হবে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্বিতার বাপের বাড়ি শেওড়াফুলিতে। তিনি শ্রীরামপুরের খটিরবাজার এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করতেন। চলতি বছরের ১৮ অগস্ট বেসরকারি ব্যাঙ্কের কর্মী সুদীপের সঙ্গে তাঁর বিয়ে হয়। অন্বিতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের সময় পাত্রপক্ষকে বেশ কয়েক ভরি সোনার গয়না এবং পর্যাপ্ত দানসামগ্রী দেওয়া হয় যৌতুক হিসেবে। কিন্তু বিয়ের পর থেকেই আরও পণের দাবিতে অন্বিতার উপর অত্যাচার শুরু করেন শ্বশুরবাড়ির লোকেরা। তাতে অন্বিতা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। অন্বিতার মা রেণুকা দাস সুদীপ, সনত্‌বাবু এবং শিপ্রাদেবীর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই শ্রীরামপুর থানার আইসি প্রিয়ব্রত বক্সি ওই তিন জনকে গ্রেফতার করেন। মঙ্গলবার ধৃতদের শ্রীরামপুর আদালতে হাজির করানো হলে বিচারক তাঁদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। ওই দিনই মৃত বধূর দেহের ময়না-তদন্ত হয় শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে।

কনস্টেবলকে ‘মারধর’, ধৃত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

মত্ত অবস্থায় থানায় ঢুকে এক কনস্টেবলকে মারধরের অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়া থানায়। পুলিশ জানায়, ধৃত তপন ঘোষ এলাকায় তৃণমূলকর্মী বলে পরিচিত। পুলিশ জানায়, রাত দেড়টা নাগাদ তপন থানায় ঢুকে একটি মোটরবাইক নিয়ে যেতে চাইলে কতর্ব্যরত এক কনস্টেবল তাঁকে আটকান। এই নিয়ে দু’জনের মধ্যে বচসা বাধে। তপন দাবি করেন মোটরবাইকটি তাঁর। কিন্তু ওই কনস্টেবল কাগজ না দেখে মোটরবাইকটি দেবেন না বলায় তপন তাঁকে গালিগালাজ করেন ও মারধর শুরু করেন বলে অভিযোগ। চেঁচামেচি শুনে অন্য পুলিশ অফিসারেরা ছুটে আসেন। গ্রেফতার করা হয় তাকে। এ দিন আদালত তপনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

জয়ী বাগনান সেভেন স্টার
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর

হাওড়ার শ্যামপুরের কৃষ্ণপুরে নকআউট ফুটবলে চ্যাম্পিয়ন হল বাগনান সেভেন স্টার। রবিবার কৃষ্ণপুর ফুটবল মাঠে নবীন সঙ্ঘের পরিচালনায় ওই টুর্নামেন্টে হাওড়া ছাড়াও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের আটটি দল অংশ নিয়েছিল। ফাইনালে ওঠে হাওড়ারই দু’টি দল বাগনান সেভেন স্টার এবং সাঁকরাইল জোরহাট নওজওয়ান সঙ্ঘ। নির্দিষ্ট সময়ে উভয় দলই একটি করে গোল করায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু সেখানে দু’দলই তিনটি করে গোল করায় ম্যাচ অমীমাংসিত থেকে যায়। শেষ পর্যন্ত টসের মাধ্যমে জয়-পরাজয়ের সিদ্ধান্ত হয়। টসে জিতে চ্যাম্পিয়ন হয় সেভেন স্টার। ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন যথাক্রমে সুজন জানা ও অভিজিত্‌ মেটে। দু’জনেই বাগনান সেভেন স্টার দলের খেলোয়াড়। ফাইনালে রেফারি ছিলেন সুব্রত দত্ত। মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক, হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি প্রমুখ।

শারদ সম্মান’
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

আরামবাগে ‘শারদ সম্মান’ অনুষ্ঠানে ছৌ-নৃত্য। ছবি: মোহন দাস।

মঙ্গলবার সন্ধ্যায় আরামবাগ থানা আয়োজিত শারদ সম্মান প্রদান অনুষ্ঠান হয়ে গেল। দুর্গাপুজো, কালীপুজো, মহরম এবং জগদ্ধাত্রীপুজোর উদ্যোক্তাদের উত্‌সবের বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ সম্মানিত করা হল ১০৩টি পুজোকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেচারাম মান্না, হুগলি জেলা সভাধিপতি মেহবুব রহমান, জেলার পুলিশ সুপার সুনীল চৌধুরী, মহকুমা শাসক প্রতুলকুমার বসু, এসডিপিও শিবপ্রসাদ পাত্র প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল পুরুলিয়ার ছৌ নৃত্য। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

বার্ষিক ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া

—নিজস্ব চিত্র।

সোমবার পুড়শুড়ার চিলাডাঙি পঞ্চায়েতের এলাকার প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষাকেন্দ্রগুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। পঞ্চায়েতের ব্যবস্থাপনায় চিলাডাঙি ফুটবল মাঠে ওই ক্রীড়া প্রতিযোগিতায় এলাকার ১৬টি প্রাথমিক বিদ্যালয় এবং তিনটি শিশু শিক্ষাকেন্দ্রের মোট ২৪৩ জন ছাত্রছাত্রী ২৮টি ইভেন্টে অংশগ্রহণ করে।

যাবজ্জীবন কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট

স্ত্রী-র প্রেমিককে খুন করার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল রানাঘাট আদালত। মঙ্গলবারই ধানতলার বাসিন্দা বিষ্টু দাসকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছিলেন রানাঘাটের জেলা দায়রা বিচারক। বুধবার বিষ্টুকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়।

নয়া জল প্রকল্প

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বালি গ্রামাঞ্চলের জলের সমস্যা মেটাতে বালির দুর্গাপুর এলাকায় একটি জল প্রকল্প তৈরি করছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর। বালি পুর এলাকায় গঙ্গা থেকে জল তুলে পাইপলাইনের মাধ্যমে তা পাঠানো হবে ওই প্রকল্পে। সেই লক্ষ্যে মঙ্গলবার বালির জেটিয়া ঘাটে ‘ইনটেক জেটি’ তৈরির কাজের সূচনা করেন বালি গ্রামাঞ্চলের বিধায়ক তথা সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধায়। বালিতে একটি জেটি তৈরিরও আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, “লঞ্চের জন্য যথেষ্ট যাত্রী পাওয়া গেলে এ বার বালির সঙ্গে দক্ষিণেশ্বরকে জুড়ে দেওয়া যেতে পারে।”

পরীক্ষার সময় মাইক, অভিযুক্ত পঞ্চায়েত

মাধ্যমিক টেস্ট পরীক্ষা চলাকালীন বুধবার গোঘাটের চাতরা হাইস্কুলের সামনের মাঠে মাইক বাজিয়ে অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় এবং শিশুশিক্ষা কেন্দ্রগুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত ভাদুর পঞ্চায়েতের বিরুদ্ধে। যদিও অভিভাবকদের আপত্তিতে পরে স্কুল কর্তৃপক্ষ মাইক বাজানো বন্ধ করে দেন। স্কুলের প্রধান শিক্ষক স্বপনকুমার মল্লিক বলেন, “মাইক বাজানোর অনুমতি ছিল না। পঞ্চায়েতের মাঠ না থাকায় গত ১২ বছর ধরে আমাদের স্কুলমাঠেই ওই ক্রীড়া প্রতিযোগিতা হয়ে আসছে। প্রধানের অনুরোধেই মাঠে খেলা চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। আপত্তি ওঠায় ওঁরা সঙ্গে সঙ্গেই মাইক বন্ধ করে দিয়েছিলেন।” পঞ্চায়েত প্রধান মধুমিতা খাঁ বলেন, “পরীক্ষা বলে আমরা সতর্কই ছিলাম। শুধু পরীক্ষা শুরুর আগে উদ্বোধন অনুষ্ঠান চলাকালীন মাইক বাজানো হয়। অভিভাবকেরা আপত্তি না জানালেও উদ্বোধন অনুষ্ঠানের পর মাইক বন্ধ করার নির্দেশ ছিল।” স্কুল পরিদর্শক শুভেন্দু কুণ্ডু অবশ্য জানান, মাইক বাজানো নিয়ে তাঁর কাছে কোনও খবর নেই।

বিজেপি-র প্রচারে জাঙ্গিপাড়ায় জয়

দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভার সমর্থনে জাঙ্গিপাড়ায় প্রচার চালাল বিজেপি। বুধবার জাঙ্গিপাড়ায় প্রচার সভায় আসেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় এবং দলের রাজ্য যুব মোর্চার সভাপতি অমিতাভ রায়। জয় বলেন, “আমরা রাজনাথ সিংহ, নরেন্দ্র মোদিজীকে কথা দিয়েছি, ২০১৬ সালে এ রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনব। সে জন্যই মানুষের পাশে থেকে কাজ করছি।”

তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল বিজেপি-র। বাউড়িয়ায়।—নিজস্ব চিত্র।

southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy