Advertisement
২০ এপ্রিল ২০২৪

সম্পত্তি নষ্ট করা নিয়ে মমতাকে তোপ বৃন্দার

সরকারি সম্পত্তি ভাঙচুর করলে ক্ষতিপূরণ আদায়ের নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী থাকাকালীন মমতার নেতৃত্বে কত টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, এ বার সেই হিসেব চাইলেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত।

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ০২:২২
Share: Save:

সরকারি সম্পত্তি ভাঙচুর করলে ক্ষতিপূরণ আদায়ের নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী থাকাকালীন মমতার নেতৃত্বে কত টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, এ বার সেই হিসেব চাইলেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত।

সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির হুগলি জেলা কমিটির ডাকে শনিবার শ্রীরামপুর স্টেশন লাগোয়া আরএমএস ময়দানে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মমতাকে এ ভাবেই এক হাত নেন বৃন্দা। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষ, জেলা সম্পাদিকা দীপ্তি চট্টোপাধ্যায়। বৃন্দা বলেন, ‘‘জনগণের সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণ আদায়ের কথা বলছেন মুখ্যমন্ত্রী। কিন্তু গত ৩৫-৪০ বছরে ওঁর নেতৃত্বে যে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, তার হিসেব কে দেবে? বিধানসভা চুরমার করেছিল ওরা। সেই ক্ষতির হিসেবই বা কে দেবে?’’

নারী নির্যাতন, শিশু পাচার, শিশুহত্যা ও দুর্নীতির প্রতিবাদ এবং সাম্প্রদায়িকতা রোধের দাবিতে ওই সমাবেশ হয়। সিঙ্গুরে চাষের অবস্থা নিয়েও সরকারকে বিঁধতে ছাড়েননি বৃন্দা। সরকারের আনা স্বাস্থ্য-বিল নিয়ে তাঁর কটাক্ষ, ‘‘মমতা এখন স্বাস্থ্য-বিল নিয়ে লাফালাফি করছেন। অথচ, ২০১০ সালে বাম সরকার এ ব্যাপারে উদ্যোগী হলে তিনিই বিরোধিতা করেছিলেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Brinda Karat Mamata Banerjee Government Property
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE