Advertisement
০৬ মে ২০২৪
টোটোয় ভাঙচুর, প্রহৃত চালক

অটো-টোটো দ্বন্দ্বে উত্তপ্ত ব্যান্ডেল স্টেশন চত্বর

জেলা জুড়ে টোটো অটোর দ্বন্দ্ব অব্যাহত। যা ফের দেখা গেল সোমবার হুগলির ব্যান্ডেল স্টেশন চত্বরে। এ দিন দুপুরে স্টেশনে অটোস্ট্যান্ডে টোটো রাখাকে কেন্দ্র করে গোলমাল বাধে। অভিযোগ, টোটোচালকদের মারধর করে দু’টি টোটো ভাঙচুর করে অটোচালকেরা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ব্যান্ডেল স্টেশন চত্বরে দীর্ঘদিন ধরেই একটি অটোস্ট্যান্ড রয়েছে। আগে সেখানে অটোর সংখ্যা ছিল খুবই কম।

ভেঙে দেওয়া হয়েছে টোটোর সামনের কাচ। ছবি: তাপস ঘোষ।

ভেঙে দেওয়া হয়েছে টোটোর সামনের কাচ। ছবি: তাপস ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
ব্যান্ডেল শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪৭
Share: Save:

জেলা জুড়ে টোটো অটোর দ্বন্দ্ব অব্যাহত। যা ফের দেখা গেল সোমবার হুগলির ব্যান্ডেল স্টেশন চত্বরে। এ দিন দুপুরে স্টেশনে অটোস্ট্যান্ডে টোটো রাখাকে কেন্দ্র করে গোলমাল বাধে। অভিযোগ, টোটোচালকদের মারধর করে দু’টি টোটো ভাঙচুর করে অটোচালকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ব্যান্ডেল স্টেশন চত্বরে দীর্ঘদিন ধরেই একটি অটোস্ট্যান্ড রয়েছে। আগে সেখানে অটোর সংখ্যা ছিল খুবই কম। ক্রমশই সংখ্যা বাড়ায় স্থান সঙ্কুলান হচ্ছিল না। এ পলে সমস্যাও হচ্ছিল। ব্যান্ডেল স্টেশন চত্বর থেকে বিভিন্ন রুটে প্রায় ৭০০ থেকে ৮০০টি অটো চলাচল করে। অটোচালকদের অভিযোগ, কিছুদিন ধরে অটোস্ট্যান্ডের পাশে টোটো রাখা শুরু করে চালকেরা। তারা দাবি জানায়, স্টেশন চত্বরে তাদেরও টোটো রাখার স্ট্যান্ড দিতে হবে। কিন্তু অটোচালকরা তাতে আপত্তি জানায়। ফলে বেশ কিছুদিন ধরেই দু’পক্ষের মধ্যে একটা উত্তেজনা চলছিল। সোমবার দুপুরের ঘটনা সেটারই বহিঃপ্রকাশ। এদিন সকাল থেকে বেশ কিছু টোটো একই স্ট্যান্ড থেকে যাত্রী ওঠানো-নামানোর কাজ করতে থাকে। এতে অটোচালকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বারণ করলেও তাতে কর্ণপাত করেনি টোটোচালকরা।
অটোচালকদের অভিযোগ, এ দিন সকালে একদল টোটোচালক দলবেঁধে স্টেশন চত্বরে এসে জোর করে টোটো দাঁড় করালে তাঁদের সঙ্গে বচসা বাধে। অটোচালকরা অটো বন্ধ করে দেন। দুপুরে কিছু অটোচালক ব্যান্ডেল মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। জিটি রোড থেকে ব্যান্ডেল স্টেশনমুখী টোটো চলাচল বন্ধ করে দেয় তারা। অভিযোগ, দু’টি টোটোও ভাঙচুর করে তারা। মারধর করা টোটোচালকদের। গোলমালের সময় সেখান দিয়ে যাওয়া যাত্রীবোঝাই একটি টোটো থেকে যাত্রী নামিয়ে উল্টে দেওয়া হয় টোটোটিকে। ভেঙে দেওয়া হয় টোটোর সামনের কাচ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। পরে দু’পক্ষই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পুলিশের এক পদস্থ কর্তা জানান, দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। ব্যাপারটি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
অটোচালক বাপি বসু বলেন, ‘‘যাত্রী পরিবহণের ক্ষেত্রে টোটোর এখনও কোনও বৈধতা মেলেনি। কিছু বেকার যুবক টোটো কিনে যাত্রী পরিবহণ শুরু করেছে। কিন্তু ক্রমশই টোটোর সংখ্যা বাড়তে থাকায় সমস্যা হচ্ছে। এখনই পরিবহণ দফতর এর নিয়ন্ত্রণ করতে না পরালে আগামী দিনে টোটো নিয়ে বড় সমস্যা দেখা দেবে। ব্যান্ডেল স্টেশন চত্বরে অটোর জায়গা সঙ্কুলান হচ্ছে না। এর উপর টোটোর স্ট্যান্ড হলে মানুষের চলাচলের ব্যাঘাত ঘটবে।’’ অন্যদিকে, টোটোচালক কুনাল সিংহর অভিযোগ, ‘‘ডানলপের দিক থেকে জিটি রোড ধরে ব্যান্ডেল বালির মোড়ে যাত্রী নিয়ে যাচ্ছিলাম। ব্যান্ডেল মোড়ে আসতেই একদল লোক আমার গাড়ির যাত্রীদের নামিয়ে দেয়। এরপর আমার গাড়ির সামনের কাচ ভেঙে দেয় লাঠি দিয়ে মেরে। গাড়িটাকে রাস্তার উপর উল্টে ফেলে দেয়। আমাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে।’’ তাঁর কথায়, ‘‘ চাকরি না পেয়ে সংসার চালাতে আমার মতো অনেক ছেলেই টোটো চালাচ্ছে। অটোচালকরা যদি তাতে বাধা হয়ে দাঁড়ায় তা হলে আমরা কোথায় যাব? এই সমস্যা মেটাতে পারে প্রশাসনই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Clash Auto toto Bandel;
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE