Advertisement
০১ এপ্রিল ২০২৩
গাড়ি ভাঙচুর, জখম কয়েকজন
Jangipara

বিজেপি-তৃণমূল সংঘর্ষে তপ্ত জাঙ্গিপাড়া

ঘটনায় জড়িত অভিযোগে প্রভাস দাস নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা 
জাঙ্গিপাড়া শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২০ ০৩:৪৫
Share: Save:

বিজেপি এবং তৃণমূলের মধ্যে মারামারিতে দু’পক্ষের বেশ কয়েক জন জখম হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়ার সুকান্ত পার্ক এলাকায়। জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূলের তমালশোভন চন্দ্রের গাড়ি এবং বেশ কিছু মোটরবাইক ভাঙচুর হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে প্রভাস দাস নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় ওই এলাকায় বিজেপির কর্মীবৈঠক চলছিল। বৈঠক চলাকালে তৃণমূল কর্মীরা সেখানে জড়ো হন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ দলের শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বসু ফেরার পথে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখান তৃণমূলের লোকেরা। খবর পেয়ে জাঙ্গিপাড়া থানার পুলিশ এসে শ্যামলবাবুর গাড়ি বের করে দেয়।

ওই ঘটনা নিয়েই এলাকা তেতে ওঠে। দু’পক্ষের মধ্যে গোলমাল বেধে যায়। লাঠি-বাঁশ নিয়ে মারামারি বাধে। গুটিকতক পুলিশকর্মীর পক্ষে তাদের আটকানো সম্ভব হয়নি। অনেকেই অল্পবিস্তর আহত হন। সুকান্ত পার্কের সামনে তমালবাবুর দোকান রয়েছে। সেখানে তাঁর গাড়ি রাখা ছিল। বিজেপির লোকেরা গাড়ির কাচ ভেঙে দেয় বলে অভিযোগ। গোটা পঁয়ত্রিশ মোটরবাইকও ভাঙচুর করা হয়। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামলায়। আহতদের জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূলের ছয় এবং বিজেপির এক কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। প্রভাস দাস নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ১৪ দিন জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Advertisement

জাঙ্গিপাড়ার বিজেপি নেতা প্রসেনজিৎ বাগ বলেন, ‘‘এখানে সাধারণ মানুষ বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছেন। সেটা সহ্য করতে না পেরে তৃণমূল সন্ত্রাস করছে। ওরা মারধর করল, অথচ পুলিশ বিনা অপরাধে আমাদের কর্মীকে গ্রেফতার করল।’’ তৃণমূল নেতৃত্বের পাল্টা অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে এলাকা দখলের চেষ্টা করছে বিজেপি। তারা বিনা প্ররোচনায় তৃণমূলের লোকজনের উপরে লাঠি ও বাঁশ নিয়ে চড়াও হয়। তমালবাবু বলেন, ‘‘সন্ত্রাস সৃষ্টি করে ওরা এলাকা দখলের চেষ্টা করছে। আমরা রাজনৈতিক ভাবে এর উত্তর দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.