Advertisement
E-Paper

প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে সংঘর্ষ দু’পক্ষের

ঘটনাটি ঘটে সোমবার রাতে। হামলাকারীরা সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দারের অনুগামী। শীতলবাবুর পাল্টা দাবি, তাঁর বিরুদ্ধে অপপ্রচার চলছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৮ ০১:৩৪

তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার বাঁধল সাঁকরাইলের মানিকপুরে ডেল্টা জুটমিলের সামনে। অঞ্চল তৃণমূল বনাম দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির গোলমালে আহত হলেন তিন জন। ঘটনাটি ঘটে সোমবার রাতে। হামলাকারীরা সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দারের অনুগামী। শীতলবাবুর পাল্টা দাবি, তাঁর বিরুদ্ধে অপপ্রচার চলছে।

আইএনটিটিইউসির দাবি, প্রতি বছর ১ জানুয়ারি ডেল্টা জুটমিলে তাদের কার্যালয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। কিন্তু এ বার মানিকপুর অঞ্চলে স্থানীয় বিধায়কের অনুগামীরা তাদের প্রতিষ্ঠা দিবস পালন করতে বারণ করে। আইএনটিটিইউসির পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। রবিবার সন্ধ্যাতেই সাঁকরাইল থানায় উভয়পক্ষকে নিয়ে আলোচনায় বসে পুলিশ। সেখানে ঠিক হয়, উভয়পক্ষ মিলেমিশে প্রতিষ্ঠা দিবস পালন করবে। সেই মতো ডেল্টা জুটমিলে আইএনটিটিইউসি অফিসের সামনে দু’পক্ষ যৌথভাবে দলের প্রতিষ্ঠা দিবস পালন করে। সারা দিন ধরে নানা অনুষ্ঠান হয়। সন্ধ্যা পর্যন্ত সব ঠিকঠাক চললেও সমস্যা হয় রাতে।

ওই রাতে আইএনটিটিইউসির পক্ষ থেকে তাঁদের সদস্যদের জন্য কার্যালয়ের সামনে খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। অভিযোগ, রাতে একদল যুবক লোহার রড, লাঠি নিয়ে শ্রমিক সংগঠনের সদস্যদের মারধর শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়। তিন জন আহতকে হাসপাতালে ভর্তি করানো হয়।

আইএনটিটিইউসি-র ডেল্টা জুটমিল ইউনিটের সভাপতি সেখ আহমেদ বলেন, ‘‘আমরা পুরনো তৃণমূল কর্মী। সম্প্রতি মানিকপুরে সিপিএম এবং কংগ্রেস থেকে অনেকে তৃণমূলে যোগ দিয়েছে। আমরা দলটা করি, সেটা তারা চায় না। পুরো বিষয়টি সংগঠনের জেলা নেতৃত্বকে জানিয়েছি।’’ তাঁর অভিযোগ, ‘‘আমাদের দলের বিধায়ক শীতল সর্দার নিজে ওই নব্য তৃণমূলীদের মদত দিচ্ছেন।’’ আইএনটিটিইউসির হাওড়া জেলা সভাপতি অরূপেশ ভট্টাচার্যের ক্ষোভ, ‘‘বরাবরই আমাদের সংগঠনের পক্ষ থেকে ডেল্টা জুটমিলের সামনে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এ বছর যেভাবে তাঁদের উপরে হামলা হল তা নিন্দনীয়। শুনেছি আমাদের দলের এক বড় নেতার মদতেই এইসব ঘটেছে। সব কথা দলের রাজ্য নেতৃত্বকে জানাবো।’’

যদিও কোনও অভিযোগই মানেননি সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার। তাঁর দাবি, ‘‘মানিকপুরে কোনও গোলমাল হয়েছে বলে আমি শুনিনি। হামলা-মারপিটের মতো নোংরা রাজনীতি আমি করি না।’’

TMC Group Clash Sankrail
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy