Advertisement
১৬ মে ২০২৪

মশা নিধনের দাবি, ক্লাস বয়কট

মহকুমায় ডেঙ্গি ‘মহামারি’ ঘোষণা করেছে স্বাস্থ্য ভবন। মশার জ্বালায় অস্থির শ্রীরামপুর কলেজের পড়ুয়ারাও। ঝোপজঙ্গল সাফ করার দাবিতে বৃহস্পতিবার বাংলা অনার্সের ক্লাস বয়কট করলেন তাঁরা।

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৬ ০১:২৫
Share: Save:

মহকুমায় ডেঙ্গি ‘মহামারি’ ঘোষণা করেছে স্বাস্থ্য ভবন। মশার জ্বালায় অস্থির শ্রীরামপুর কলেজের পড়ুয়ারাও। ঝোপজঙ্গল সাফ করার দাবিতে বৃহস্পতিবার বাংলা অনার্সের ক্লাস বয়কট করলেন তাঁরা। শিক্ষক-শিক্ষিকাদের একাংশও জানালেন, মশার উপদ্রবে রীতিমতো ভয়ে ভয়ে কলেজে আসতে হচ্ছে। প্রাচীন এই কলেজের কলা-বাণিজ্য-বিজ্ঞান ভবন চত্বরে ঝোপজঙ্গলে ভর্তি। বিশেষত বাংলা বিভাগের পিছন দিকে। ছাত্রীদের কমনরুমের পাশেও স্যাঁতস্যাতে জায়গায় কার্যত মশার চাষ হচ্ছে বলে অভিযোগ। কলেজ সূত্রের খবর, গত শনিবার বাংলা বিভাগের শিক্ষক বিজিত ঘোষ কলেজ কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে উষ্মা প্রকাশ করেছিলেন। অবিলম্বে মশা মারার ব্যবস্থা করা এবং ঝোপজঙ্গল সাফ করার দাবি জানান তিনি। মশার ভয়ে একাধিক শিক্ষক গায়ে ওষুধ মেখে আসছেন বলেও শোনা গিয়েছে। এই পরিস্থিতিতেই এ দিন বাংলা অনার্সের ক্লাস বয়কট করা হয় প্রতীকী প্রতিবাদ হিসেবে। বিজিতবাবু বলেন, ‘‘শ্রীরামপুরে ডেঙ্গির প্রকোপ যে ভাবে বেড়েছে, তাতে ভয় হয়।’’ কলেজের এক শিক্ষক জানান, ক্লাস বয়কট হওয়ায় বিষয়টি নিয়ে এ দিন বৈঠকে বসেন কলেজ কর্তৃপক্ষ। বৈঠকে অধ্যক্ষ ভ্যানস্যাংল্যুরা জানান, আবর্জনা সাফাই এবং মশা নিধনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার কলেজের ক্লিন অ্যান্ড গ্রিন কমিটির বৈঠকেও অধ্যক্ষ একই আশ্বাস দেন।

বাজ পড়ে মৃত্যু। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামপুরের পলতাবেড়িয়ায় বাজ পড়ে মৃত্যু হল গণেশ সামন্ত (৩৬) নামে এক যুবকের। বাড়ি পলাতাবেড়িয়ায়। এ দিন সন্ধ্যায় তিনি মাঠে চাষের কাজ করছিলেন। বাজ পড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অন্য চাষিরা দেখতে পেয়ে তাঁকে ঝুমঝুমি ব্লকস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mosquito school
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE