এক মহিলার শ্লীলতাহানি করে ব্লেড দিয়ে হাত কেটে দেওয়ার অভিযোগ উঠল পড়শি যুবকের বিরুদ্ধে। সোমবার বিকেলে রিষড়ার বাগপাড়া এলাকার ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার বিকেল পর্যন্ত অভিযুক্ত যুবক অবশ্য ধরা পড়েনি।
আক্রান্ত মহিলা জানান, সোমবার বিকেল সওয়া চারটে নাগাদ তিনি বাড়ির ছাদে দাঁড়িয়েছিলেন। সেই সময় প্রতিবেশী মন্টু রায় তাঁর স্ত্রীকে মারধর করছিলেন বলে অভিযোগ। সেই সময় তাঁকে দেখে মন্টু তাঁকে গালিগালাজ করেন। তার প্রতিবাদ করেন ওই মহিলা। তাঁর অভিযোগ, ‘‘মন্টু আমার জামাকাপড় ধরে টানাটানি করে। ঘর থেকে ক্ষুর বা ব্লেডজাতীয় কিছু একটা এনে আমার উপর চালাতে থাকে। আমার বা হাত ক্ষতবিক্ষত হয়ে যায়। শরীরের অন্য জায়গাতেও লাগে।’’
ঘটনার পরে ওই মহিলা শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে যান। এর পরে রিষড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারী পুলিশ অফিসাররা জানান, অভিযুক্তের বিরুদ্ধে মারধর এবং শ্লীলতাহানির মামলা রুজু করা হয়েছে। তিনি পলাতক। তাঁকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে।